Tuesday, May 13, 2025

মৃত্যুর অনুমতি দিন: যৌন হেনস্থার শিকার হয়ে প্রধান বিচারপতিকে চিঠি মহিলা বিচারপতির

Date:

Share post:

বিচারক বিচার চাইছেন। কিন্তু পাচ্ছেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের কাছে যৌন হেনস্থার শিকার মহিলা বিচারপতি। ৬মাস আগে বিচার চেয়েছিলেন। পাননি। তাই নিজের জীবন শেষ করে দেওয়ার অনুমতি চেয়ে এবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে খোলা চিঠি পাঠালেন উত্তরপ্রদেশের এক নিম্ন আদালতে কর্মরত মহিলা বিচারক।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে ওই মহিলা বিচারপতি লিখেছেন, বহু দিন ধরে ন্যায়বিচার চেয়েও পাননি তিনি। তাই আর সুষ্ঠু তদন্তের করেন না। এই কারণে প্রধান বিচারপতির কাছে জীবন শেষ করে দেওয়ার অনুমতি চেয়েছেন। চিঠি প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে এলাহাবাদ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। খুব তাড়াতাড়ি সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

মহিলা বিচারক চিঠিতে অভিযোগ করেছেন, তাঁর উপর হওয়া নির্যাতনের তদন্তটুকুও হয়নি। “আমি যৌন হয়রানির শিকার হয়েছি। আমার সঙ্গে একেবারে আবর্জনার মতো ব্যবহার করা হয়েছে। আর তাই এই প্রাণহীন ও আত্মাহীন দেহকে বয়ে নিয়ে যাওয়ার আর কোনও মানে হয় না। দয়া করে সম্মানের সঙ্গে আমাকে আমার জীবন শেষ করার অনুমতি দিন।’’ একই সঙ্গে ওই চিঠিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের ‘সিস্টেমের বিরুদ্ধে লড়াই’ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...