Thursday, November 13, 2025

প্রধানমন্ত্রীকে দিতে বিশেষ প্রচারপত্র নিয়ে সংসদে ঢুকেছিল ২ হানাদার

Date:

বুধবার লোকসভায় হলুদ বোমা কাণ্ডের পর ধীরে ধীরে সামনে আসছে হামলার পিছনের বেশ কিছু উদ্দেশ্য। হামলাকারীরা আদৌ জঙ্গি কি না, তদন্তে পুলিশ। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পেশ দিল্লি পুলিশের (Delhi police)। আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হল প্রধানমন্ত্রীর হাতে প্যামফ্লেট (pamphlet) তুলে দিতে লোকসভার ভিতরে ঢুকেছিল তাঁরা।

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিখোঁজ। তাঁর সম্পর্কে খোঁজখবর জানাতে পারলে মিলবে সুইস ব্যাঙ্ক (Swiss Bank) থেকে অর্থ”। বিস্ময়কর হলেও হামলাকারীদের সঙ্গে এই কথা লেখা প্যামফ্লেটই উদ্ধার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার আদালতে সেই তথ্যই পেশ করে তাঁরা। এই প্যামফ্লেট সংসদের ভিতরে ঢোকা সাগর শর্মা, মনোরঞ্জন ডি এবং বাইরে থেকে গ্রেফতার হওয়া নীলম ও অমল শিণ্ডের কাছেও এই প্যালফ্লেট পাওয়া গিয়েছে বলে পুলিশ জানায়।

ইতিমধ্যেই পুলিশ ঘটনায় যুক্ত মূল অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে। তাঁদের দাবি নিজেদের বেকারত্ব, দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজের বেহাল পরিস্থিতিকে সজোরে তুলে ধরতে সংসদের ভিতরে ঢুকে আওয়াজ তোলার পরিকল্পনা নেন তাঁরা। প্রধানমন্ত্রীকে “নিখোঁজ” প্যামফ্লেট তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও তিনি বুধবার সংসদে অনুপস্থিত থাকায় তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি। পুলিশের দাবি, সংসদের ভিতর ও বাইরে থেকে ধৃত চার সহ আরও একজনের ভবনের ভিতরে ঢোকার পরিকল্পনা ছিল। অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি।

তবে ধৃতরা বারবারই দাবি করেছেন তাঁরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নন। একসঙ্গে অনেকে সংসদ ভবনের ভিতর ঢুকতে পারলে আরও পরিকল্পনা সফল করতে পারত, বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। যে জুতোর ভিতর ক্যান বোমা ভরে তারা এনেছিল সেই বোমা লক্ষ্ণৌয়ের (Lucknow) যেখানে তৈরি হয়েছিল সেখানেও তদন্ত চালাবে দিল্লি পুলিশ। তাঁদের দাবি এত বড় পরিকল্পনা কোনও সাধারণ লোকের কা নয়। এবার হামলার সঙ্গে আরও কারা যুক্ত, খোঁজে দিল্লি পুলিশ।

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version