Tuesday, May 13, 2025

প্রধানমন্ত্রীকে দিতে বিশেষ প্রচারপত্র নিয়ে সংসদে ঢুকেছিল ২ হানাদার

Date:

বুধবার লোকসভায় হলুদ বোমা কাণ্ডের পর ধীরে ধীরে সামনে আসছে হামলার পিছনের বেশ কিছু উদ্দেশ্য। হামলাকারীরা আদৌ জঙ্গি কি না, তদন্তে পুলিশ। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পেশ দিল্লি পুলিশের (Delhi police)। আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হল প্রধানমন্ত্রীর হাতে প্যামফ্লেট (pamphlet) তুলে দিতে লোকসভার ভিতরে ঢুকেছিল তাঁরা।

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিখোঁজ। তাঁর সম্পর্কে খোঁজখবর জানাতে পারলে মিলবে সুইস ব্যাঙ্ক (Swiss Bank) থেকে অর্থ”। বিস্ময়কর হলেও হামলাকারীদের সঙ্গে এই কথা লেখা প্যামফ্লেটই উদ্ধার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার আদালতে সেই তথ্যই পেশ করে তাঁরা। এই প্যামফ্লেট সংসদের ভিতরে ঢোকা সাগর শর্মা, মনোরঞ্জন ডি এবং বাইরে থেকে গ্রেফতার হওয়া নীলম ও অমল শিণ্ডের কাছেও এই প্যালফ্লেট পাওয়া গিয়েছে বলে পুলিশ জানায়।

ইতিমধ্যেই পুলিশ ঘটনায় যুক্ত মূল অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে। তাঁদের দাবি নিজেদের বেকারত্ব, দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজের বেহাল পরিস্থিতিকে সজোরে তুলে ধরতে সংসদের ভিতরে ঢুকে আওয়াজ তোলার পরিকল্পনা নেন তাঁরা। প্রধানমন্ত্রীকে “নিখোঁজ” প্যামফ্লেট তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও তিনি বুধবার সংসদে অনুপস্থিত থাকায় তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি। পুলিশের দাবি, সংসদের ভিতর ও বাইরে থেকে ধৃত চার সহ আরও একজনের ভবনের ভিতরে ঢোকার পরিকল্পনা ছিল। অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি।

তবে ধৃতরা বারবারই দাবি করেছেন তাঁরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নন। একসঙ্গে অনেকে সংসদ ভবনের ভিতর ঢুকতে পারলে আরও পরিকল্পনা সফল করতে পারত, বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। যে জুতোর ভিতর ক্যান বোমা ভরে তারা এনেছিল সেই বোমা লক্ষ্ণৌয়ের (Lucknow) যেখানে তৈরি হয়েছিল সেখানেও তদন্ত চালাবে দিল্লি পুলিশ। তাঁদের দাবি এত বড় পরিকল্পনা কোনও সাধারণ লোকের কা নয়। এবার হামলার সঙ্গে আরও কারা যুক্ত, খোঁজে দিল্লি পুলিশ।

Related articles

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...
Exit mobile version