Wednesday, August 27, 2025

ঝগড়ার জের, প্রেমিকাকে গাড়িচাপা দিল বিজেপির প্রভাবশালী যুবনেতা

Date:

মহারাষ্ট্রের বিজেপি যুবমোর্চা (BJYM) নেতা তথা মহারাষ্ট্র সরকারের সড়ক উন্নয়ন দফতরের ম্যানেজিং ডিরেক্টর অনিল গায়কোয়াড়ের ছেলে অশ্বজিৎ গায়কোয়াড়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন তাঁর ‘প্রেমিকা’ প্রিয়া সিং। তরুণীর অভিযোগ, অশ্বজিতের বিয়ের কথা জেনে ফেলার কারণে গাড়ি চাপা (mowing down) দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন আমলাপুত্র। বর্তমানে ডান পা ভাঙা এবং শরীরের বামদিকে মারাত্মক ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি প্রিয়া।

প্রিয়া নিজের সোশ্যাল মিডিয়া (social media) পেজে একটি পোস্ট করে দাবি করেন অশ্বজিতের সঙ্গে তাঁর সাড়ে চার বছরের সম্পর্ক। অশ্বজিৎ আগে থেকে বিবাহিত, সে কথা সে কখনও স্বীকার করেনি। রবিবার ভোরে একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন অশ্বজিৎ। সেই সময় প্রিয়া সেখানে পৌঁছে যাওয়ায় ঘাবড়ে যান অশ্বজিৎ, কারণ তাঁর সঙ্গে তাঁর স্ত্রীও ছিল। এরপরেই দুজনের মধ্যে বচসা বেঁধে যায় এবং প্রিয়া সেখান থেকে বেরিয়ে যায়। খারাপ আশঙ্কা করে অশ্বজিৎ প্রথমে নিজের বন্ধুদের পাঠান ও পরে নিজেই প্রিয়ার সঙ্গে দেখা করেন। আর তারপরেই মারধর করে প্রিয়াকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেন অশ্বজিৎ ও তাঁর তিন বন্ধু।

প্রিয়ার আরও অভিযোগ, এই নিয়ে থানায় অভিযোগ জানাতে যান। কিন্তু অশ্বজিৎ প্রভাবশালী (influencial) হওয়ায় পুলিশ অভিযোগও নেয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হওয়ার পর অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। যদিও প্রিয়ার আইনজীবীর দাবি, এই ঘটনায় ৩০৭ ধারা যুক্ত করা উচিত, কিন্তু প্রভাবশালী জড়িত থাকায় পুলিশ ৩০৭ ধারা যুক্ত করেনি।

ঘটনায় অশ্বজিৎ ও তাঁর দুই বন্ধুর নামে অভিযোগ দায়ের করে কশরভাদাভালি থানা তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে অশ্বজিতের দাবি টাকা হাতানোর জন্য মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে তাঁকে। এমনকি প্রিয়াকে নিজের প্রেমিকা বলেও অস্বীকার করেন তিনি।.

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version