Friday, August 22, 2025

ওসির নামে ভুয়ো প্রোফাইল! প্রতারণার অভিযোগে গ্রেফতার ভিন রাজ্যের যুবক

Date:

আর্থিক প্রতারণার অভিযোগে শহরে গ্রেফতার ভিন রাজ্যের যুবক। কলকাতার বড়তলা থানার ওসির নাম, ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার ছক ফাঁস! সাইবার অপরাধ ও লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল রাজস্থানের এক যুবক। তবে এই প্রথম নপি, ধৃত যুবককে একই অভিযোগে আগেও গ্রেফতার করেছিল পুলিশ। কিছুদিন জেলও হয়েছিল তার।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম শেখ রহিস। কয়েক মাস আগে উত্তর কলকাতার বড়তলা থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ফেসবুকে বড়তলা থানার ওসির নাম ও ছবি ব‌্যবহার করে একটি ভুয়ো অ‌্যাকাউন্ট খুলে বিজ্ঞাপন দেয় ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় সে প্রচার করে, ওসির ব্যক্তিগত ও থানার বেশ কিছু আসবাবপত্র বিক্রি হবে। তা দেখে এক ব‌্যক্তি সোশ‌াল মিডিয়ায় যোগাযোগ করে। তাঁকে কিছু দামী আসবাবপত্রের ছবিও পাঠানো হয়। তিনি সেগুলি নিতে রাজি হলে তাঁকে থানার ওসি বলেই পরিচয় দিয়ে অভিযুক্ত যুবক জানায়, একটি অ‌্যাকাউন্টে তাঁকে টাকা পাঠাতে হবে। এর পরই আসবাবপত্রগুলি বাড়ির ঠিকানায় ডেলিভারি করা হবে।

প্রতারণার ফাঁদ পড়ে যান ওই ব্যক্তি। ওসির নাম ও ছবি থাকায় সরল বিশ্বাসে তিনি ওই ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে ১ লক্ষ ২ হাজার ৭৫২ টাকা পাঠান। কিন্তু নির্দিষ্ট সময় পর কোনও আসবাবপত্র না পেয়ে তিনি ফের যোগাযোগ করেন। ততদিনে ওই নম্বর ব্লক হয়ে গিয়েছে। বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। তখন বড়তলা থানায় এসে যোগাযোগ করেন ব‌্যক্তি।

এর পরই প্রতারণার ঘটনা সামনে আসে। পুলিশের তদন্তে উঠে আসে রহিসের নাম। জানা যায়, সে রাজস্থানের আলোয়ারের বাসিন্দা। এক পুলিশকর্তার নাম করে একই ধরনের অপরাধ ঘটানোর অভিযোগে বিধাননগরের সাইবার থানার পুলিশ রাজস্থান থেকে তাকে গ্রেফতার করেছিল।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version