Thursday, August 28, 2025

বাংলার দাবি আদায়ে রবিবার দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন I.N.D.I.A.-র পরবর্তী বৈঠকেও

Date:

বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দাবি আদায়ে এর আগেও দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন তিনি। বার ফের প্রাপ্য আদায়ে রাজধানী যাচ্ছেন তিনি। তবে, এবার শুধু দাবি আদায় নয়, কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে বিরোধীদলের বৈঠকেও যোগ দেওয়া কথা মমতার।

 

২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও দলীয় সাংসদদের সঙ্গে রয়েছে বৈঠক। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকও যোগ দেবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। হামলা-কাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে ঝড় তুলে দিয়েছে তৃণমূল। সংসদ চত্বরেও রোজই চলছে ইন্ডিয়া জোটের ধর্না-অবস্থান। ডেরেক ও’ব্রায়েন-সহ বিরোধীদের ১৪ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন বাকি সেশনের জন্য। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। স্বাভাবিকভাবেই রাজধানীর রাজনৈতিক কুশীলবদের নজর থাকবে তাঁর ‘এই সফরের দিকে।

লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে বিজেপির বিরুদ্ধে আরও এককাট্টা হয়ে I.N.D.I.A. জোট যাতে মাঠে নামে সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা থাকবে।

এবারের I.N.D.I.A. জোটের বৈঠকে রাজ্যভিত্তিক আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

  • ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটেয় দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
  • ১৯ ডিসেম্বর তিনি যোগ দেবেন N.D.I.A. জোটের বৈঠকে। বিকেল ৩টেয় দিল্লির অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠক হবে।
  • ২০ ডিসেম্বর সকালে সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে। যাবেন দলীয় কার্যালয়েও।

 

সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিশেষত বাংলার বকেয়া নিয়ে যেভাবে প্রতিবাদ আন্দোলন তুঙ্গে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে নেত্রী কী বলেন এবং প্রধানমন্ত্রীই বা বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখার বিষয়টি নিয়ে কী জবাব দেন সেদিকেও নজর থাকবে সকলের। তবে, মমতা আগেই জানিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পরেই পরবর্তী কর্মসূচি জানাবেন। এখন সারা দেশের নজর মমতার রাজধানী সফরের দিকে।

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version