Saturday, May 3, 2025

নজির গড়ল ভারতীয় দল। এদিন ইংল‍্যান্ডের বিরুদ্ধে এক ম‍্যাচের টেস্ট সিরিজে দুরন্ত জয় পেল হরমনপ্রীত কৌরের দল। ভারত জিতল ৩৪৭ রানে। আড়াই দিনে টেস্ট জিতল ভারত। এই জয়ের ফলে ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল তারা। দুই ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট নিলেন দীপ্তি শর্মা। মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয় এখন এটাই।

প্রথম দিন থেকেই ম‍্যাচে চালকের আসনে ছিল ভারত। প্রথম ইনিংসে ৪২৮ রান করে টিম ইন্ডিয়া। ভারতের চার জন ব্যাটার অর্ধশতরান করেন। অভিষেক ম্যাচে শুভা সতীশ করেন ৬৯ রান। জেমাইমা রদ্রিগেজ করে ৬৮, যষ্টিকা ভাটিয়া করেন ৬৬ এবং দীপ্তি শর্মা করেন ৬৭। ওপরদিকে ৪৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেষ বেলায় স্নেহ রানা ৩০ রান করেন। প্রথম ইনিংসে জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ইংল‍্যান্ডের হয়ে ৫৯ করেন ন‍্যাট সিভার ব্রান্ট। ভারতের প্রথম ইনিংস ৫ উইকেট নেন দীপ্তি শর্মা। দুটি উইকেট নেন স্নেহ রানা। একটি করে উইকেট নেন রেনুকা সিং এবং পুজা বসস্ত্রেকার।

এরপর আর ম‍্যাচে ভারত ফলো অন করায়নি। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ১৮৬ রান তুলে ডিক্লেয়ার দেয়। সেই ইনিংসে ৪৪ রান করেন হরমনপ্রীত। দীপ্তি ১৮ বলে ২০ রান করেন। শেফালি বর্মা করেন ৩৩ রান। স্মৃতি মান্ধনা করেন ২৬ রান।  ইংল্যান্ডের সামনে ৪৭৯ রানের লক্ষ্য রাখে ভারত। মেয়েদের ক্রিকেটে এর আগে এত বড় রানের লক্ষ্য কোনও দল দিতে পারেনি। সেই রান তারা করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় ইংরেজরা। সৌজন্যে সেই দীপ্তি। একাই নেন চার উইকেট। পুজা নেন তিন উইকেট। রাজশ্রী গায়কোওয়াড নেন দুটি উইকেট। রেনুকা নেন একটি উইকেট।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...
Exit mobile version