Wednesday, November 5, 2025

৩৭০ ধারা প্রত্যাহার ‘বির.ক্তিকর’, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনায় প্রাক্তন বিচারপতি রোহিনটন নরিম্যানের

Date:

কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) বাতিল করতে যে সূক্ষ্ণ রাজনীতির চাল প্রয়োগ করা হয়েছে তাকে ‘বিরক্তিকর’ (disturbing) বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিনটন নরিম্যান। ৩৭০ ধারা প্রত্যাহারে সর্বোচ্চ আদালত মন্তব্য না করার সিদ্ধান্তকে সমালোচনা করে একে ‘অসাংবিধানিক’ (unconstitutional) বলে দাবি করেন। ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার ঘোষণা করার অর্থ চলতি ব্যবস্থাকে বা ৩৫৬ ধারা বজায় রাখাকে সমর্থন জানানো, অর্থাৎ সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে, ব্যাখ্যা নরিম্যানের।

সুপ্রিম কোর্ট (Supreme Court) এই আচরণকে ‘বিরক্তকর’ দাবি বিচারপতি নরিম্যানের। পাশাপাশি এই সিদ্ধান্ত কাশ্মীরের রাজ্য হিসাবে প্রতিষ্ঠা পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সেক্ষেত্রে তাঁর ব্যাখ্যা, কোথাও ৩৬৫ ধারা (Article 365) একবছরের বেশি বলবৎ করা যায় না। সেই বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত না নেওয়ার অর্থ সেই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) হিসাবে গড়ে তোলার দিকে ঠেলে দেওয়া। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের পূর্ণ ক্ষমতা থাকবে সেই রাজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। এই বিষয়ে সলিসিটর জেনারেলের সমালোচনা করে নরিম্যানের দাবি, মে মাসে নতুন সরকার আসার কথা কাশ্মীরে। সেই সরকারকে বাঁধার ক্ষমতা সংসদের রয়েছে, সলিসিটর জেনারেলের (Solicitor General) সেই ক্ষমতা নেই।

সংবিধান সংক্রান্ত একটি বক্তৃতায় তিনি ইলেকশন কমিশনারের (Election Commissioner) নিয়োগের পদ্ধতিরও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, ইলেকশন কমিশনারের নিয়োগের বর্তমান পদ্ধতি দেশের ইলেকশন কমিশনারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।

আরও পড়ুন:নির্ভ.য়া কাণ্ডের পুনরাবৃত্তি, চলন্ত বাসে তরুণীকে গণধ.র্ষণ!

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version