Friday, November 14, 2025

জ.টিলতা কাটিয়ে ২৪ ডিসেম্বর সমাবর্তন হচ্ছে যাদবপুরে

Date:

সমস্ত বাধা নিষেধ কাটিয়ে এবার সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান হবে। এক বিজ্ঞপ্তিতে দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, ১৮ ডিসেম্বর এই নিয়ে বৈঠক রয়েছে কর্মসমিতির।

বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই বলে কর্মী সমিতির বৈঠক ও কোর্ট বৈঠক হওয়া সম্ভব হচ্ছিল না। ২০১৯ সালের বিধি উল্লেখ করে উচ্চ শিক্ষা দফতর বৈঠক করতে বারণ করেছিল। এরপরেই অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন। ওই বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কর্মসমিতির বৈঠকের অনুমতি দেওয়া নিয়ে তাঁরা আইনি পরামর্শ নেবেন।

কিন্তু শুক্রবারেই সেই অনুমতি দিয়েছে উচ্চশিক্ষা দফতর। নিয়ম অনুযায়ী কর্মসমিতি এবং কোর্টের বৈঠকে সমাবর্তন করার বিষয়টি পাশ করাতে হয়। একইসঙ্গে, সমাবর্তন করার জন্য বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকেরও অনুমতি উচ্চ শিক্ষা দফতর দিয়েছে। তবে এই দুই বৈঠকেই শুধুমাত্র সমাবর্তন ছাড়া আর কোনও বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। সমাবর্তন নিয়ে জটিলতা কাটাতে শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকে শিক্ষক সমিতি জুটার পক্ষ থেকে খোলা চিঠিও দেওয়া হয়েছিল।

এদিকে, কোর্ট বৈঠক করতে গেলে রাজ্যপালেরও অনুমতি প্রয়োজন হলেও সেই অনুমতি এখনও পাওয়া যায়নি বলেই খবর। তবে দুই বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা ২০১৯ সালের বিধি অনুযায়ী যখন স্থায়ী উপাচার্য আসবেন, তখন তাঁর অনুমোদন নিয়ে নিতে হবে।

আরও পড়ুন- কেকে’র স্মৃতি ফিরল ব্রাজিলে! গান গাইতে গাইতেই মৃ.ত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

 

 

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version