Wednesday, December 3, 2025

কেবিন থেকে সরল সিসিটিভি পর্যবেক্ষণ, জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করলেন মেয়ে-দাদা

Date:

হাইকোর্টের নির্দেশ মতো প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এসএসকেএমের (SSKM hospital) কেবিন থেকে সরিয়ে ফেলা হল সিসিটিভি ক্যামেরা। আর তারপরই তাঁর সঙ্গে দেখা করতে এলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ও দাদা দেবপ্রিয় মল্লিক। যদিও তাঁরা বেশিক্ষণ কেবিনে থাকেননি। সেখান থেকে বেরিয়ে তাঁরা দেখা করেন এসএসরেএমের এমএসভিপি-র (MSVP) সঙ্গে দেখা করেন তাঁরা।

এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবারই সেই কেবিন থেকে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সিসিটিভি ক্যামেরা সরানো হয়েছে। তবে তাঁর নিরাপত্তার জন্য কেবিনে রয়েছে সিআরপিএফ জওয়ানের নজরদারি। ইডি-র দুজন আধিকারিকের অনুমতি সাপেক্ষেই দেখা করা যাবে জ্যোতিপ্রিয়র সঙ্গে। যারা তাঁর সঙ্গে দেখা করতে আসবেন তাঁদের নাম তুলতে হবে রেজিস্টার খাতায়।

সিসিটিভি ক্যামেরার নজরদারি কেবিন থেকে সরানোয় গোপনীয়তা ভঙ্গ হওয়ার সমস্যা এখন আর নেই। ঠিক সেই কারণেই শনিবার সকালেই একান্ত কাছের মানুষদের সঙ্গে শনিবার সকালেই দেখা করতে পারলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মেয়ে ও দাদা কেন প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তা জানতে পারা যায়নি। এমনকি ইডি-র অনুমতি ছিল কি না সেটাও জানা যায়নি।

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...
Exit mobile version