ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, রাজ্যপালের স্বাক্ষরের পরেই নাম ঘোষণা

ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন কিশোর দত্ত (Kishor Dutta)। এর আগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদের দায়িত্ব সামলেছেন তিনি। আচমকা ১০ নভেম্বর AG পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এক মাসের শূন্য থাকার পর শনিবার নতুন এজি নিয়োগ করল রাজ্য সরকার। এদিন, ফাইল স্বাক্ষর করে পাঠিয়েছেন রাজ্যপাল ৷

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দায়িত্ব নেওয়ার পর কিশোর দত্ত (Kishor Dutta) ছিলেন চতুর্থ অ্যাডভোকেট জেনারেল। বাংলায় পালাবদলের পর তৃণমূল ক্ষমতায় এলে প্রথম এজি হয়েছিলেন অনিন্দ্য মিত্র। তাঁর পর বিমল চট্টোপাধ্যায় এবং জয়ন্ত মিত্র অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন। ২০১৭-এর ফেব্রুয়ারি মাসে এই পদের দায়িত্ব নিয়েছিলেন কিশোর দত্ত। ফের সেই পদে ফিরছেন তিনি। এদিনই দুপুরে  রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের তিনি জানান, নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি-র নিয়োগ সংক্রান্ত নবান্নের ফাইল তিনি সই করে পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু এজির নাম মনে করতে পারছেন না ৷ এর কিছুক্ষণ পরেই রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিশোর দত্তর নাম ঘোষণা করা হয়। গত নভেম্বর মাসে হঠাৎই পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপরেই কে হবেন নতুন অ্যাডভোকেট জেনারেল এই নিয়ে জল্পনা চলছিল। এবার কিশোর দত্তের নাম সিলমোহর পড়ল।


Previous articleবাড়ছে ভ্রূণহত্যা! কর্ণাটকে উদ্বেগজনকভাবে কমলো শিশুকন্যার হার
Next articleদায় এড়াতে সংসদ হা.নায় বাংলা যোগ খোঁজার ‘অপচেষ্টা’ দিল্লির! বাড়ছে গ্রে.ফতার