Sunday, May 4, 2025

আজ প্রথম একদিনের ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে জয় ভারতীয় দল। এই ম‍্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন অর্শদীপ সিং। একাই নেন পাঁচ উইকেট। আর এই উইকেটের সুবাদে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। তিনিই প্রথম ভারতীয় বোলার, যিনি একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি উইকেট নিলেন। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে ১০ ওভারে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন বাঁ-হাতি পেসার।

এদিন অর্শদীপের দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে গুটিয়ে দেয় ভারতীয় দল। ২৭.৩ ওভারে ১১৬ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর্শদীপকে যোগ্যসংগত করেন আবেশ খান। তিনি চারটি উইকেট নেন। একটি উইকেট পান কুলদীপ।

এদিকে নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত অর্শদীপ। করলেন অধিনায়ক কে এল রাহুলের প্রশংসা। তিনি বলেন,” আমার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। ঈশ্বর এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। এটি ঠিক সমতল ভূমি নয়, একটু ভিন্ন। আমার শ্বাসকষ্ট হচ্ছিল। আমি কেএল রাহুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাকে বলেছিলেন যে, যখন ওডিআই-এ প্রত্যাবর্তন করবে, তখন পাঁচ উইকেট নিতে হবে।”

এরপর অর্শদীপ আরও বলেন,” আমি কিছুটা চাপের মধ্যে ছিলাম। কারণ একদিনের ক্রিকেটে আগে একটি উইকেটও পাইনি। পাঁচটি উইকেট পাওয়ায় ভালো লাগছে। প্রাথমিকভাবে উইকেট থেকে সাহায্য মিলছিল। পরিকল্পনাটা স্পষ্ট ছিল। এলবিডব্লুউ এবং বোল্ড করা লক্ষ্য ছিল আমাদের।”

আরও পড়ুন:ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানো নিয়ে মোহনবাগানের চিঠি

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version