Thursday, December 25, 2025

মঞ্চে পারফরমেন্স সেলেব সন্তানদের, উচ্ছ্বসিত বাবা-মা

Date:

Share post:

নিজেরা রূপোলী পর্দা মাতাচ্ছেন বহু বছর। কারো নজরকাড়া পারফর্মেন্স ক্রিকেটের মাঠে। কিন্তু সন্তানরা এখনও মঞ্চে নামতে অভ্যস্থ না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেই খুদেদের মঞ্চে উঠতে দেখেই উচ্ছ্বসিত বলিউডের তাবড় সেলিব্রিটিরা।

শুক্রবার ছিল মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশানাল স্কুলের অ্যানুয়াল ডে-র (annual day) অনুষ্ঠান। এই স্কুলেই বলিউডের তাবড় সেলিব্রিটিদের সন্তানরা পড়ে। শাহরুখ-গৌরী খানের সন্তান থেকে অভিষেক-ঐশ্বর্য্য, সইফ-করিনার ছেলেমেয়েও এই স্কুলেরই পড়ুয়া। বলিউডের বাইরে ক্রিকেট তারকাদের সন্তানরাও এখানে পড়াশোনা করেন। সারা তেন্ডুলকর এই স্কুলের প্রাক্তনী। রোহিত শর্মার মেয়েও এখানেই ভর্তি হয়েছে।

সেই স্কুলের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান মানে সেখানে তারকাদের উপস্থিতিও থাকবেই। তারকারাও গিয়েছিলেন ছেলেমেয়েদের মঞ্চের অনুষ্ঠান দেখতে। ছোট্ট তৈমুরের সেই পারফর্মেন্স দেখে করিনা (Kareena Kapur Khan) যেমন ক্যামেরাবন্দি করলেন। তেমনই আরাধ্যার পারফর্মেন্স জায়গা পেল মা ঐশ্বর্য্যর (Aishwarya Rai Bachchan) সোশ্যাল মিডিয়া পোস্টে। রহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর স্ত্রীকে যেমন দেখা গেল প্রচণ্ড টেনশনে উপভোগ করলেন মেয়ের অনুষ্ঠান। আবার শাহরুখকে (Shah Rukh Khan) দেখা গেল আবরামের পোজ দেখে মুচকি হাসতে, কারণ আবরামের সেই পোজ যে মনে করাচ্ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের বিখ্যাত সেই পোজ।

অনুষ্ঠানের শেষে ওম শান্তি ওম গান শুরু হতেই অবশ্য পরিবেশটাই বদলে গেল। শাহরুখ-সুহানা তো বটেই, করিনা, শাহিদ কাপুর থেকে ঐশ্বর্য্য-অভিষেক এমনকি অমিতাভ বচ্চনও (Amitabh Bhachchan) পা মেলালেন সেই নাচের তালে। সবশেষে সেখানে যোগ দিলেন শিল্পপতি তথা স্কুলের মালিক মুকেশ আম্বানিও।

আরও পড়ুন- ক.ড়া নিরাপত্তায় রাজ্যের ২৩ জেলায় নির্বিঘ্নেই হল সেট পরীক্ষা

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...