Wednesday, December 17, 2025

‘ধরায় অধরা ডন’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

অসম্ভব ! জাস্ট ইম্পসিবল !
তোমার যত ক্ষমতাই থাক না কেন , তুমি ডনকে ছুঁতে পারবে না । তোমার হাতে পুলিশ মিলিটারি , তোমার হাতে হাজার অস্ত্র , কিন্তু ডন সে সব পাত্তা দেয় না । ডন একা , নিরস্ত্র , নিঃসঙ্গ । তার ক্ষমতা তার মগজ । তার মন , তার হৃদয় । সেখানে কারফিউ জারি করার সাধ্য নেই রাষ্ট্রের। তার ক্ষমতা তার চিন্তা , তার চেতনা , তার স্বপ্ন । তার স্বপ্নগুলোর পায়ে বেড়ি পরানোর কৌশল জানে না রাষ্ট্র । তার উদ্ভট কাজকর্মগুলো রুখে দেওয়ার পদ্ধতি জানা নেই রাষ্ট্রের । ডনের আশ্চর্য সুক্ষ্মতার ধারেকাছে পৌঁছোতে পারে না মাথামোটা রাষ্ট্র । ফ্যালফ্যাল করে চেয়ে থাকে ডনের দিকে , দেখতে থাকে তার বাউণ্ডুলে সব কাণ্ডকারখানা । তাকে শাসন করবে কে ? তাকে চ্যালেঞ্জ ছুঁড়বে কে ? ডনকে মানুষ ভালোবাসে ।

কে এই ডন ? ‘ ডন ‘ তো ইংরেজি উচ্চারণে । আসলে তো ‘ দন ‘ । স্প্যানিশ উচ্চারণ ‘ দন কিহোতে ‘ ।
আজ থেকে ৪০০ বছর আগে লেখা এক স্প্যানিশ আখ্যানের নায়ক ডন । স্পেনীয় লেখক মিগুয়েল দ্য সেরভান্তেস ( ১৫৪৭-১৬১৬ ) লিখেছিলেন ‘ ডন কুইক্সোট ‘। এটি একটি অমর সাহিত্যকর্ম। একটি মহাকাব্যিক উপন্যাস ।

স্প্যানিশ তথা বিশ্বসাহিত্যের অন্যতম সেরা রচনা । ১৬০৫ ও ১৬১৫ সালে দুটি খণ্ডে এটি প্রকাশিত হয় । মূল শিরোনাম : এল ইনজেনিওসো হিদাল গো ডন কুইক্সোট ডেলা মাঞ্চা । পৃথিবীর যে কোনো সমস্যার হাতে গরম মুশকিল আসান এই ‘ ডন কিহোতে ‘ । আর কোনো কাল্পনিক চরিত্র বিশ্বে এত জনপ্রিয়তা পেয়েছে কি?

মনে হয় না । দস্তয়েভস্কি , আলব্যের কামু , পিকাসো , দালি , কাফকা , বোর্হেস থেকে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত সকলেই মুগ্ধ ও বিস্মিত হয়েছেন ডনের কার্যকলাপে । ডন কিহোতে বোধহয় সেই কান্তিময় আলো , পৃথিবীতে অদ্ভুত আঁধার নেমে এলে যার খোঁজে হন্যে হয় মানুষ ।

আমাদের প্রাতিষ্ঠানিক নিরাপদ ভাবনাগুলোর ঝুঁটি ধরে নাড়া দেয় ডন । সে হাওয়া-কলের বিরুদ্ধে লড়ে !
সে কি পাগল ? সরাইখানাকে সে ভাবে শত্রুর দুর্গ ! সে কি স্বাভাবিক ? তবুও চারশো বছর ধরে মানুষ ডনের নামে অজ্ঞান ! মানুষ কি পাগল ? নাহলে ডনের গোঁয়ার্তুমিকে এভাবে সমর্থন করা যায় ? ডন কখন যে কী ঘটিয়ে দেয় কিচ্ছু বলা যায় না ! সে একজন দিব্যোন্মাদ নাইট ।

একইসঙ্গে কমিক ও ট্র্যাজিক চরিত্র । তাকে মূল্যায়ন করতে গেলে কোনো হিসেবই মেলে না । সে নিজেও কেমন যেন গোলমেলে । সে বেশ্যাদের মনে করে রাজকুমারী , মেষপালকদের মনে করে শত্রুসেনা , ধনী ও ক্ষমতাশালীদের মনে করে দুর্বৃত্ত ।

উপন্যাসের ডন মোটামুটি অভিজাত পরিবারের সদস্য । সে ফ্যান্টাসি ও রোমান্টিক গল্প পড়তে ভালোবাসে । নিজেকে নাইট কল্পনা করে । বাস্তবের সঙ্গে সংঘাত বাধানোই যেন তার একমাত্র কাজ । কায়েমী স্বার্থান্বেষীদের দ্বারা প্রতিষ্ঠিত প্রচণ্ড শক্তিশালী একটা রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে একটি মানুষ একাই লড়ে যাচ্ছে প্রাণপনে , এ বড়ো সহজ কাজ নয় । তার লড়াইয়ের যা ধরণ , যে ভঙ্গি , তার যা বিরুদ্ধাচরণ , সেগুলো যেন আমাদের অপরিচিত । অথচ ডন যা করে , সেগুলো যে প্রতিবাদ , তা বেশ বোঝা যায় । কিন্তু তার কল্পনাপ্রবণতা , তার রঙ্গ , তার উদ্ভট সব কাজ কারবার , তার বিদ্রোহের ধরণ ও ভঙ্গি আমাদের কাছে ভীষণ রকম অভিনব । ডন চায় রাষ্ট্রব্যবস্থার বদল , চায় আমূল পরিবর্তন । সে তো অনেক মানুষই চায় , কিন্তু রাষ্ট্রের নৃশংসতার বিরুদ্ধে লড়ার সাহস সঞ্চয় করে উঠতে পারে না । নানা অভিনব উপায়ে সকলের লড়াইটা একাই করে চলে ডন । এখানেই ডন বিশেষ , এখানেই সে স্বতন্ত্র । আর এখানেই তার একক লড়াইয়ের সার্থকতা । ডনকে তাই ভালো লাগে আমাদের । আমাদের এই সমবেত স্বার্থসর্বস্ব কাপুরুষোচিত বেঁচে থাকাকে প্রতিমুহূর্তে লজ্জা দিয়ে যায় ডন কিহোতে ।

সকলেই তো ডন হতে চায় , কিন্তু পারে ক’জন ? ডন সেই বিরল পুরুষ , যাকে স্বপ্ন দেখা যায় , কল্পনায় লালন করা যায় , কিন্তু ধরা বা ছোঁয়া যায় না । বলিউডের হিন্দি সিনেমার সংলাপ বঙ্গানুবাদ করে বলা যেতেই পারে , ডনকে ধরা শুধু যে মুশকিল তাই নয় , ডনকে ধরা অসম্ভব । কারণ ডন রয়েছে মুক্তিকামী জনতার অবচেতনে । ডনের অবস্থান শ্রমিক , কৃষক ও খেটে খাওয়া লাখো কোটি মানুষের স্বপ্নে , মননে , হৃদয়ের গভীরে ।

আমাদের দেশের ৪০ শতাংশ সম্পদ রয়েছে মাত্র ১ শতাংশ ধনী মানুষের কব্জায় । কিন্তু হায় , এদেশে ডন কিহোতে কোথায় ? মধ্যবিত্তের নিশ্চিন্ত নিরাপদ জীবন যাপনের কল্পনায় ডন হামলা করে মাঝেমধ্যে লজ্জা দিয়ে যায় বটে , কিন্তু ওই পর্যন্তই । ডন রয়ে গেছে সাহিত্যে , গানে , থিয়েটারে ও বক্তৃতায় । তার উদ্ভট সব কাণ্ডকারখানায় মাঝেমাঝে কেঁপে উঠলেও রাষ্ট্র বেশ জানে যে , ডন একা , তাকে সঙ্গ দেবে না কেউ , সে ভীষণ একা , আর যতদিন ডন একা , ততদিন রাষ্ট্র সম্পূর্ণ নিরাপদ ।

 

আরও পড়ুন- অভিষেকের মামলার ভুল ব্যাখ্যা: সুপ্রিম নোটিশে সত্য প্রকাশ্যে, কী বলবে কু.ৎসাকারীরা!

spot_img

Related articles

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...