Wednesday, August 27, 2025

নোনাপুকুরে বহুতলে বিধ্বংসী আগুন, নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকল বাহিনী

Date:

রবিবাসরীয় বিকেলে আচমকা কলকাতার নোনাপুকুরের বহুতলে বিধ্বংসী আগুন (Fire)। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। বাড়িতে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা ছিল। ল্যাডার লাগিয়ে ৩জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। আর কেউ আটকে আছেন কি না খতিয়ে দেখা হচ্ছে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়া আগুন (Fire) নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। শেষ পাওয়া খবরে দমকলের ৫টি ইঞ্জিন কাজ চালাচ্ছে। ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আশপাশের বাড়ি থেকেও বাসিন্দাদের সরানোর কাজ চলছে।

পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ।

 

এদিন বিকেল ৫টা নাগাদ নোনাপুকুরে (Nonapukur) একটি তিনতলা বাড়ির জানলা দিয়ে  আগুনের লেলিহান শিখা দেখা যায়। দমকলে খবর দেন স্থানীয়রা। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। মই দিয়ে উপরে উঠে ঘরের ভিতর থেকে ২শিশু-সহ ৫জনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ৫জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ৩টি ইঞ্জিন আসে। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই বাড়িটিতে আর কেউ আটকে নেই। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এখনও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version