Friday, November 14, 2025

ক.ড়া নিরাপত্তায় রাজ্যের ২৩ জেলায় নির্বিঘ্নেই হল সেট পরীক্ষা

Date:

রবিবার রাজ্যের ২৩ জেলার ১১০টি পরীক্ষাকেন্দ্রে হল স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষা। সেই পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী। ২টি পত্রে নেওয়া হল পরীক্ষা। প্রথম পত্রের পরীক্ষা হল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২টো পর্যন্ত।

কলেজ সার্ভিস কমিশন এই পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষাগ্রহণ ঘিরে চূড়ান্ত পর্যায়ের সতর্ক ছিল কমিশন। নিরাপত্তার দিকটি বিশেষভাবে খতিয়ে দেখে কমিশন। পাশাপাশি পরীক্ষার প্রশ্ন থেকে ওএমআর সবই ছিল কলেজ সার্ভিস কমিশনের নখদর্পণে। মোবাইল অ্যাপের মাধ্যমে ‘ট্র্যাক’ করা হয়েছে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর। সেট পরীক্ষা সুষ্ঠভাব পরিচালনার জন্য রাজ্যের ২৩ জেলায় ২৫ নোডাল অফিসার নিয়োগ করেছিল কমিশন।

এমনিতে সর্বত্র নির্বিঘ্নে পরীক্ষা মিটলেও ,কমিশন সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে সামান্য সমস্যা তৈরি হয়।সকাল সাড়ে দশটা থেকে ১১.৩০ পর্যন্ত প্রথমার্ধের পরীক্ষা শেষে ওই কলেজের এক শিক্ষক একটি সমাজ মাধ্যমের পাতায় লাইভ ভিডিও করেন যার সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে কলেজের একটি বন্ধ ঘরে দু’জন পরীক্ষার্থী মোবাইল ফোন এবং অন্য কিছু কাগজপত্র নিয়ে পরীক্ষা দিচ্ছেন। সেই সময় ওই কলেজেরই এক শিক্ষক ‘গার্ড’ হিসেবে ওই ঘরে উপস্থিত ছিলেন বলে অভিযোগ।

সঞ্জয় কুমার মন্ডল নামে ওই কলেজ শিক্ষক ঘটনাটির ভিডিও করতে শুরু করলে তার হাত থেকে মোবাইল কেড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই সময় ওই ঘর থেকে অভিযুক্ত ছাত্রদেরকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। বিষয়টি নিয়ে ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রামকৃষ্ণ সিং বলেন,ইতিমধ্যেই গোটা ঘটনার খবর আমি পেয়েছি। পরীক্ষার সময় কলেজে উপস্থিত বিশেষ পর্যবেক্ষক এবং কলেজ কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। অন্যায় ভাবে যদি কাউকে পরীক্ষা দিতে সাহায্য করা হয়ে থাকে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- মানবিক মুখ্যমন্ত্রী, তিন দিনের মধ্যেই ইটিন্ডার দু.র্ঘটনায় মৃ.তদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...
Exit mobile version