Tuesday, November 4, 2025

ফের যোগীরাজ্যে বড়সড় দু.র্ঘটনা! বেপরোয়া ট্রাকের চাকায় পি.ষ্ট হয়ে মৃ.ত ৪, এলাকায় চা.ঞ্চল্য

Date:

ফের বড়সড় দুর্ঘটনার সাক্ষী যোগীরাজ্য (Yogi State) উত্তর প্রদেশ (Uttar Pradesh)। ঘটনার জেরে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। উত্তর প্রদেশের এটাওয়াহর ঘটনা। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের পাশের একটি ধাবায় রাতের খাবার খাচ্ছিলেন অনেকে। সেইসময় আচমকাই ধাবার দেওয়াল ভেঙে ঢুকে পড়ল বিশাল একটি ট্রাক (Truck)। খাবারের থালা থেকে হাত ওঠানোর সুযোগটুকুও পাননি কেউ। মুহূর্তে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। দুর্ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। তবে পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকের চালক মত্ত অবস্থায় ছিল। তাকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা চার জনকে মৃত বলে ঘোষণা করেছেন। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ওই ধাবায় খাওয়াদাওয়া সারছিলেন অনেকে। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

তবে ট্রাকটিতে ঝাড়খণ্ডের নম্বর প্লেট রয়েছে। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে সার্ভিস রোডে নেমে যায় ট্রাকটি। সেই সার্ভিস রোডের পাশেই ছিল ধাবা। এরপরই দ্রুত বেগে ধাবার দেওয়ালে ধাক্কা মারে সেটি। তবে এদিন দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ সরাতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। পরে আহতদের উদ্ধার করে পুলিশ।

 

 

 

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version