Monday, November 10, 2025

দরজায় কাপড় আটকে থাকাকালীন আচমকাই চলতে শুরু করল মেট্রো! দিল্লিতে ম.র্মান্তিক পরিণতি মহিলার

Date:

মেট্রোর (Metro Rail) দরজায় কাপড় আটকে গিয়েছিল এক মহিলার (Women)। আর তাঁর পোশাক দরজায় আটকে থাকাকালীনই মেট্রোটি আচমকাই চলতে শুরু করে। আর সেকারণেই টাল সামলাতে না পেরে তিনি পড়ে যান। মেট্রোর লাইনের উপরেই পড়ে গিয়েছিলেন। কিন্তু শত চেষ্টা করলেও ওই মহিলাকে বাঁচানো যায়নি। দিল্লি মেট্রো স্টেশনের ঘটনা। মৃতের নাম রীনা। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মহিলা পশ্চিম দিল্লির নাঙ্গলোই থেকে মোহন নগরের দিকে যাচ্ছিলেন। মাঝে ইন্দ্রলোক স্টেশনে নেমে ট্রেন বদল করার সময় এই দুর্ঘটনা ঘটে।

তবে পোশাক আটকে যাওয়ার সময় তিনি মেট্রোয় উঠছিলেন, না কি মেট্রো থেকে নামছিলেন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে মেট্রোয় ওঠার সময়ই এমন অঘটন ঘটেছে। তিনি মেট্রোয় ওঠার আগেই সম্ভবত ট্রেনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং তাতেই তাঁর কাপড় আটকে পড়ে, এমনটাই মনে করছেন পরিবারের সদস্যেরা। এদিকে দুর্ঘটনার পর মহিলাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দু’দিন চিকিৎসা চলে তাঁর। দিল্লি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার মেট্রোর দরজায় কাপড় আটকে দুর্ঘটনার কবলে পড়েন মহিলা। তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শনিবার সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে মেট্রো রেলের নিরাপত্তা আধিকারিক এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। কারও গাফিলতি প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version