আচমকাই অ.সুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তনুজা! কেমন আছেন অভিনেত্রী?

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা (Actress Tanuja)। সূত্রের খবর, রবিবার মুম্বাইয়ের (Mumbai) জুহুর একটি হাসপাতালে (Hospitalized) ভর্তি করানো হয়েছে তাঁকে। বর্তমানে আইসিইউ-তে রয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। ৮০ বছরের অভিনেত্রী বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন । আর সেকারণেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে শুরু হয়েছে তাঁর চিকিৎসা। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।

এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বড় মেয়ে কাজল ও তাঁর পরিবার। ছোট মেয়ে তানিশাও মায়ের পাশেই রয়েছেন। বর্তমানে তনুজার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিকে অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগপ্রকাশ করেছেন অনুরাগীরা। অভিনেত্রী তনুজার পুরো নাম তনুজা সমর্থ। হিন্দি ও বাংলা সিনেমায় একটেচিয়া রাজত্ব ছিল তাঁর। ১৯৫০ অর্থাৎ পাঁচের দশকে হামারি বেটি ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতখড়ি তনুজার। শিশুশিল্পী হিসাবে রূপোলি দুনিয়ায় আত্মপ্রকাশ। সেই ছবিতে তনুজার সঙ্গে ছিলেন তাঁর দিদি নতূন। এরপর ১৯৬০ সালে মা শোভনার পরিচালনায় ছাবিলি ছবিতি অভিনয় করেন তনুজা। কেরিয়ারের শুরু থেকেই তনুজার সাবলীল অভিনয় দর্শকের মন জয় করেছিল। হিন্দি ও বাংলা ছবিতে সমান্তরালভাবে কাজ করে যান তিনি। চলচ্চিত্র জগতের অনেক পুরস্কারও এসেছে তাঁর ঝুলিতে।