Monday, November 3, 2025

রাতভর কাজ শেষের পর অবশেষে স্বাভাবিক পরিষেবা! দক্ষিণেশ্বর থেকেই মিলছে মেট্রো

Date:

রবিবার দুপুর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। চরম হয়রানির শিকার হতে হয়েছিল যাত্রীদের। দক্ষিণেশ্বর-দমদম (Dakshineshwar-Dumdum) লাইনে মেট্রো পরিষেবা থমকে যায়। যার জেরে রবিবার বাতিল করা হয় ৮০টিরও বেশি ট্রেন। যা কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে নজিরবিহীন। জানা যায়, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের গোলমালের জেরেই এই সমস্যা। এরপর রবিবার রাতভর কাজ শেষের পর সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সামাল দেওয়া গেল পরিস্থিতি। সোমবার সকাল থেকে ওই লাইনে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ সোমবার সকালে জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুটে বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, রবিবার দুপুর ১টা ৫২ মিনিট থেকে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো আচমকা স্তব্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবার সমস্যার কারণেই এই বিপত্তি ঘটে। এরপর মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের দীর্ঘ প্রচেষ্টার পরও রবিবার চালু হয়নি মেট্রো। এরপর রবিবার রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলার পর সোমবার সকালে স্বাভাবিক মেট্রো পরিষেবা। তবে রবিবারের অভিজ্ঞতার পর অনেকেই মেট্রো রুট এড়িয়ে যাচ্ছেন। সোমবার সকালে সেকারণেই দক্ষিণেশ্বর কিংবা বরাহনগর স্টেশনে অন্যান্য দিনের তুলনায় ভিড় খানিকটা কম। নিত্যযাত্রীরা জানিয়েছেন, মেট্রো স্বাভাবিক হয়েছে কি না, তা তাঁরা অনেকেই জানতে পারেননি। তাই বিকল্প পথে যাতায়াতের পরিকল্পনা করে বেরিয়েছিলেন বাড়ি থেকে। মেট্রো স্বাভাবিক দেখে অনেকে তাতে উঠেছেন। অনেকে মেট্রোর পথ এড়িয়ে গিয়েছেন।

তবে সপ্তাহের বেশিরভাগ দিনই কোনও না কোনও কারণে থমকে যাচ্ছে মেট্রো রেল পরিষেবা। আর সেকারণেই সকালের ব্যস্ততম সময়ে অফিস পৌঁছতে না পেরে সাধারণ মানুষদের মধ্যে বাড়ে উত্তেজনা।

 

 

 

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version