Wednesday, November 12, 2025

তুষারপাত দেখতে যাওয়াই কাল! গুলমার্গে আটকে পড়া ৬০ পর্যটককে নিরাপদে ফেরাল সেনা

Date:

সাদা বরফের চাদরে (Snowfall) ঢেকেছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গুলমার্গ (Gulmarg)। শনিবার জম্মু-কাশ্মীরের গুলমার্গ প্রবল তুষারপাতের সাক্ষী থাকে। তাপমাত্রা নেমে যায় মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। আর তারপরই যেদিকে চোখ যায় শুধুই সাদা আর সাদা। আর সেখানে শীতের সময় তুষারপাত দেখতে জড়ো হন বহু পর্যটক। তবে আচমকা এমন রেকর্ড পারদ পতন হবে তা জানা ছিল না। আর সেকারণেই তুষারপাত দেখতে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকে পড়েন (Stuck) কমপক্ষে ৬০ পর্যটক (tourists)। পর্যটকদের তালিকায় মহিলা ও অনেক শিশু ছিলেন বলে খবর। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় গুলমার্গ থেকে বেরতে পারেননি তাঁরা। এবার আটকে থাকা ৬০ পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এল ভারতীয় সেনার চিনার ওয়ারিয়র্স।

ভারতীয় সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুষারপাতের কারণে তাপমাত্রা আচমকা কমে যাওয়ায় পর্যটকরা আটকে পড়েন। সেনা জওয়ানরা পর্যটকদের কষ্ট কমাতে আগুনের পাশাপাশি ঘুমানোর ব্যাগ এবং গরম খাবার সরবরাহ করেন বলে খবর। তবে শনিবার ৬০ পর্যটক আটকে পড়লেও একটু পরিস্থিতি স্বাভাবিক হতেই সেনা জওয়ানরা সেখান থেকে তাঁদের উদ্ধার করেন। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।

বরফ দেখার জন্য প্রতি বছর এই সময়ে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে হাজির হন পর্যটকেরা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল সাড়ে টায় গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ওই একই সময়ে পহেলগামে ০.২ ডিগ্রি সেলসিয়াস, বানিহালে ০.৬ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাজধানী শ্রীনগরে সকালে তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version