রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। রাজ্যের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জবাব তলব করল শিক্ষা দফতর। আচার্যের হয়ে মামলা লড়ার জন্য কার নির্দেশে কত টাকা গিয়েছে? পাঁচ দিনের মধ্যে জবাব চাইল শিক্ষা দফতর।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার সেই মামলার খরচ চালাতে হবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে। রাজভবনের এই নির্দেশিকায় ফের বিতর্ক তৈরি হয়েছে।সোমবার রাজ্য শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রশ্ন করেছে, আচার্যের মামলা লড়ার জন্য টাকা দেওয়ার ক্ষেত্রে কি ফিন্যান্স কমিটির অনুমোদন ছিল? আচার্যের জন্য টাকা দেওয়া কি আদৌ আইনে রয়েছে? কোন আইনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে টাকা গেল? বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছ থেকে পাঁচ দিনের মধ্যে জবাব চেয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আচার্য বোস এককভাবে উপাচার্য নিয়োগ করছেন। এই নিয়ে রাজ্যের সঙ্গে সি ভি আনন্দ বোসের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এরপরই প্রাক্তন উপাচার্যদের একটি মঞ্চ অভিযোগ করেন, উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার খরচ জোগাতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। আচার্য সি ভি আনন্দ বোস এই মর্মে নির্দেশ দিয়েছেন। এরপরই প্রাক্তন উপাচার্যদের ওই মঞ্চ প্রশ্ন তোলে কোন আইনি অধিকারের বলে রাজ্যপাল তথা আচার্য এমন ফরমান জারি করেছেন।
