Friday, August 22, 2025

আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, কলকাতার র‍্যাডারে বাংলার তিন ক্রিকেটার

Date:

আগামিকাল আইপিএল ২০২৪-এর নিলাম। মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করবে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্রিকেটার আন ক্যাপড। নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। পিছিয়ে নেই কলকাতাও নাইট রাইডার্সও। গৌতম গম্ভীর কেকেআর মেন্টর হয়ে আসার পর দলকে ঢেলে সাজাতে চাইছেন। নিলামের আগে ১২ জন ক্রিকটারকে রিলিজ করেছে নাইট শিবির। ৩৭.২ কোটি টাকা রয়েছে নাইট কর্তাদের হাতে। তা নিয়ে নিলামে নামছে কলকাতা।

গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কেকেআর ছিল বাংলার ক্রিকেটাররা। কিন্তু তারপর থেকে আর সেভাবে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাননি। আর এবার সূত্রের খবর, ফের নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাপাতে পারে কেকেআর। আর এই তালিকায় রয়েছে ৩ ক্রিকেটার।

কেকেআর র‍্যাডারে যে বাংলার ক্রিকেটার রয়েছে, তাদের মধ‍্যে প্রথম রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। দীর্ঘ দিন বাংলার হয়ে খেলছেন। খেলছেন ভারতীয় দলের হয়েও। স্টান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন ভারতীয় দলেও। বিজয় হাজারে ট্রফিতে ৪ ম্যাচে একটি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন অভিমন্যু।

কেকেআরের র‍্যাডাসে রয়েছেন বাংলার পেসার ঈশান পোড়েলও। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইিপএল খেলেছেন ঈশান। সদ্য বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। আইপিএল নিলামে চমক দিতে পারেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফও। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ৭ ম্যাচে নিঋএছেন ১২ উইকেট।

আরও পড়ুন:আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, তার আগে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে ১০ ফ্র্যাঞ্চাইজি

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version