Sunday, November 9, 2025

আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, কলকাতার র‍্যাডারে বাংলার তিন ক্রিকেটার

Date:

আগামিকাল আইপিএল ২০২৪-এর নিলাম। মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করবে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্রিকেটার আন ক্যাপড। নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। পিছিয়ে নেই কলকাতাও নাইট রাইডার্সও। গৌতম গম্ভীর কেকেআর মেন্টর হয়ে আসার পর দলকে ঢেলে সাজাতে চাইছেন। নিলামের আগে ১২ জন ক্রিকটারকে রিলিজ করেছে নাইট শিবির। ৩৭.২ কোটি টাকা রয়েছে নাইট কর্তাদের হাতে। তা নিয়ে নিলামে নামছে কলকাতা।

গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কেকেআর ছিল বাংলার ক্রিকেটাররা। কিন্তু তারপর থেকে আর সেভাবে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাননি। আর এবার সূত্রের খবর, ফের নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাপাতে পারে কেকেআর। আর এই তালিকায় রয়েছে ৩ ক্রিকেটার।

কেকেআর র‍্যাডারে যে বাংলার ক্রিকেটার রয়েছে, তাদের মধ‍্যে প্রথম রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। দীর্ঘ দিন বাংলার হয়ে খেলছেন। খেলছেন ভারতীয় দলের হয়েও। স্টান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন ভারতীয় দলেও। বিজয় হাজারে ট্রফিতে ৪ ম্যাচে একটি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন অভিমন্যু।

কেকেআরের র‍্যাডাসে রয়েছেন বাংলার পেসার ঈশান পোড়েলও। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইিপএল খেলেছেন ঈশান। সদ্য বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। আইপিএল নিলামে চমক দিতে পারেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফও। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ৭ ম্যাচে নিঋএছেন ১২ উইকেট।

আরও পড়ুন:আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, তার আগে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে ১০ ফ্র্যাঞ্চাইজি

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version