Saturday, May 3, 2025

মিগজাউমের ধাক্কা কাটিয়ে উঠতেই ফের বন্যা তামিলনাড়ুতে! পরিস্থিতি সামলাতে বদ্ধপরিকর সরকার

Date:

Share post:

কিছুদিন আগেই ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল তামিলনাড়ু (Tamil Nadu)। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের বড় বিপর্যয়। লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তামিলনাড়ুতে। জানা গিয়েছে, রবিবার থেকে দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টির (Heavy Rain) কারণে বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি বৃষ্টিতে স্তব্ধ প্রায় গোটা রাজ্যের স্বাভাবিক জীবনযাপন। সোমবার সকালেও মুষলধারে বৃষ্টি জারি রয়েছে। আর সেকারণেই ক্ষতিগ্রস্ত চার জেলায় সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাঙ্কের পাশাপাশি সরকারি-বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান এদিন বন্ধ থাকবে বলে খবর।

এদিন সকালে মৌসম ভবন জানিয়েছে, সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কমোরিন এলাকায় ফের চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণিঝড়। যে কোনও সময়ে তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর সেকারণেই দক্ষিণের অধিকাংশ জেলাই এখন হাঁটুজল বা কোমর-জলের নীচে। এদিকে জল নিয়ন্ত্রণে আনতে জেলাশাসকদের বাঁধগুলিতে জলের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য তিনি বেশ কয়েকজন মন্ত্রী এবং সিনিয়র আমলাদের মোতায়েন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ কেন্দ্র এবং নৌকা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সবসময় কড়া নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে ৪ হাজারেরও বেশি পুলিশ।

এদিকে তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। সঙ্গে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ৪ হাজার পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে। মৎস্যজীবীদের এই দুর্যোগের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতির জেরে তুতিকোরিনগামী বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলি বাতিলও হয়েছে বলে খবর। এছাড়াও তিরুনেলভেলি থেকে আসা বন্দে ভারত ট্রেন-সহ মোট সতেরোটি ট্রেন আংশিক বা পুরোপুরি বাতিল করা হয়েছে।

 

 

 

spot_img
spot_img

Related articles

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...