Tuesday, August 26, 2025

বারুইপুরে তৃণমূল কর্মী খু.নে মূল অ.ভিযুক্তদের গ্রে.ফতারের দাবি! ক্ষো.ভে বাড়ি ভা.ঙচুর স্থানীয়দের

Date:

বারুইপুরের (Baruipur) তৃণমূল কর্মী (TMC Leader) সইদুল আলি শেখকে খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সাদ্দাম শেখ ও আজিজুল শেখ। তাদের অবিলম্বে গ্রেফতারের (Arrest) দাবিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার অভিযুক্তদের উপর চরম ক্ষোভের কারণে ভাঙচুর করা হল একাধিক বাড়ি। মঙ্গলবার সকালেই অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। পাশাপাশি দুটি ভ্যানও পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে উঠল বারুইপুরের বলবন এলাকা।

স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল কর্মী খুনে ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করলেও এখনও অধরা মূল দুই অভিযুক্ত সাদ্দাম শেখ ও আজিজুল শেখ। আর তাদের গ্রেফতার করতে না পারায় মঙ্গলবার সকালে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ইতিমধ্যে পরিস্থিতি আয়ত্তে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, গত শনিবার রাতে তৃণমূল কর্মী সইদুলকে একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তির বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি তাঁকে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলেও অভিযোগ। এরপর গুরুতর জখম অবস্থায় সইদুলকে বারুইপুর হাসপাতালে ভর্তি করলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শনিবার রাতেই মৃত্যু হয় তাঁর। এলাকায় সইদুল সক্রিয় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন। সইদুলের খুনের পিছনে রাজনৈতিক কোনও কারণও থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version