Saturday, November 8, 2025

গণতন্ত্রকে বুলডোজ করে ‘একনায়কতন্ত্রে’ মগ্ন মোদি! বিরোধী শূন্য সংসদের বার্তা

Date:

মাত্র ৩ দিনে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে গণতন্ত্রকে ‘মস্করা’য় পরিণত করেছে মোদি সরকার। কার্যত বিরোধী শূন্য সংসদে ভবনে বিনা আলোচনায় একতরফাভাবে পাশ হচ্ছে একের পর এক বিল। গণতন্ত্রকে ছেলে খেলায় পরিণত করার পর এবার ‘একনায়কতন্ত্রের’ লক্ষ্যে মোদি। মঙ্গলবার সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিলেন, আসন্ন লোকসভা নির্বাচন বিরোধী শূন্য করার।

সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা চেয়ে গত ৩ দিনে লোকসভা ও রাজ্যসভা মিলে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সেই বৈঠকে বিরোধী দলের সাংসদদের নিশানায় নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কিছু কিছু দল ইতিবাচক কাজ করবে না বলে বদ্ধপরিকর। এই সাংসদরা সংসদে ফিরতে চান না।” এর পরই বিরোধীদের বার্তা দিয়ে মোদি বলেন, “বিরোধীদের আচরণ যদি এমন হয় সেক্ষেত্রে পরবর্তী লোকসভা নির্বাচনে এই সংখ্যক সাংসদও নির্বাচিত হবেন না।” অর্থাৎ এদিন সংসদীয় বৈঠকে মোদির বার্তায় স্পষ্ট যে, যেনতেন প্রকারেণ আগামী লোকসভা নির্বাচন বিরোধী শূন্য করাই মোদির লক্ষ্য।

এর পাশাপাশি এত সংখ্যক সাংসদ সাসপেন্ডের ঘটনায় এদিন বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলে মোদি বলেন, ‘বিরোধীদের মূল লক্ষ্য হল সংবিধান এবং সংসদীয় ক্ষমতার অপব্যবহার করা। এটা খুবই দুঃখজনক বিষয়। তবে দল হিসেবে বিজেপি ইতিবাচক কাজ চালিয়ে যাবে। সংবিধান এবং সংসদীয় নিয়মকানুন, নিষেধাজ্ঞা মেনে চলবে বিজেপি। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা তা সম্মান করে কাজ চালিয়ে যাব।’ পাশাপাশি, সংসদের অধিবেশন কক্ষে সাগর-মনোরঞ্জনদের ঝাঁপ নিয়েও নাকি মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের উচিত ছিল এই ঘটনার নিন্দা জানানো। তবে সাম্প্রতিক নির্বাচনে হারা দলের ভাষায় মনে হচ্ছে তারা এই ঘটনাকে সমর্থন করছে। এই মনোভাব সেই ঘটনার থেকেও ভয়ানক।’

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version