Sunday, August 24, 2025

গণতন্ত্রকে বুলডোজ করে ‘একনায়কতন্ত্রে’ মগ্ন মোদি! বিরোধী শূন্য সংসদের বার্তা

Date:

মাত্র ৩ দিনে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে গণতন্ত্রকে ‘মস্করা’য় পরিণত করেছে মোদি সরকার। কার্যত বিরোধী শূন্য সংসদে ভবনে বিনা আলোচনায় একতরফাভাবে পাশ হচ্ছে একের পর এক বিল। গণতন্ত্রকে ছেলে খেলায় পরিণত করার পর এবার ‘একনায়কতন্ত্রের’ লক্ষ্যে মোদি। মঙ্গলবার সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিলেন, আসন্ন লোকসভা নির্বাচন বিরোধী শূন্য করার।

সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা চেয়ে গত ৩ দিনে লোকসভা ও রাজ্যসভা মিলে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সেই বৈঠকে বিরোধী দলের সাংসদদের নিশানায় নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কিছু কিছু দল ইতিবাচক কাজ করবে না বলে বদ্ধপরিকর। এই সাংসদরা সংসদে ফিরতে চান না।” এর পরই বিরোধীদের বার্তা দিয়ে মোদি বলেন, “বিরোধীদের আচরণ যদি এমন হয় সেক্ষেত্রে পরবর্তী লোকসভা নির্বাচনে এই সংখ্যক সাংসদও নির্বাচিত হবেন না।” অর্থাৎ এদিন সংসদীয় বৈঠকে মোদির বার্তায় স্পষ্ট যে, যেনতেন প্রকারেণ আগামী লোকসভা নির্বাচন বিরোধী শূন্য করাই মোদির লক্ষ্য।

এর পাশাপাশি এত সংখ্যক সাংসদ সাসপেন্ডের ঘটনায় এদিন বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলে মোদি বলেন, ‘বিরোধীদের মূল লক্ষ্য হল সংবিধান এবং সংসদীয় ক্ষমতার অপব্যবহার করা। এটা খুবই দুঃখজনক বিষয়। তবে দল হিসেবে বিজেপি ইতিবাচক কাজ চালিয়ে যাবে। সংবিধান এবং সংসদীয় নিয়মকানুন, নিষেধাজ্ঞা মেনে চলবে বিজেপি। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা তা সম্মান করে কাজ চালিয়ে যাব।’ পাশাপাশি, সংসদের অধিবেশন কক্ষে সাগর-মনোরঞ্জনদের ঝাঁপ নিয়েও নাকি মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের উচিত ছিল এই ঘটনার নিন্দা জানানো। তবে সাম্প্রতিক নির্বাচনে হারা দলের ভাষায় মনে হচ্ছে তারা এই ঘটনাকে সমর্থন করছে। এই মনোভাব সেই ঘটনার থেকেও ভয়ানক।’

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version