Saturday, May 3, 2025

রেশন বন্টন মামলায় বাকিবুরের পকেটেই হাজার কোটি! দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে বি.স্ফোরক ইডি

Date:

রেশন (Ration) বন্টন মামলার তদন্তে বেড়েই চলেছে টাকার অঙ্কের পরিমাণ। মামলার তদন্তে নেমে এমনই অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারীদের। তবে ঠিক কত টাকার গরমিল হয়েছে তা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি তদন্তকারীরা। সেকারণেই মামলার গতিপ্রকৃতি যেভাবে এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির (Enforcement Directorate) হাতে। আর যা দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় তদন্তকারীদের। এবার রেশন বন্টন মামলায় ঠিক কত টাকা নয়ছয় করেছে ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahman) সেই রিপোর্ট পাঠানো হল দিল্লিতে। রিপোর্টে বাকিবুরের সম্পত্তির খতিয়ানের পাশাপাশি টাকা লেনদেন সহ একাধিক বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুরকে নিয়ে দিল্লিতে যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, রেশন বন্টন মামলায় গত ১০ বছরে বাকিবুর একাই হাজার কোটি টাকা কামিয়েছে। পাশাপাশি এই মামলায় ইডির তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও একাধিক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। সেখানে বলা হয়েছে ধান কেনার ক্ষেত্রে শুধুমাত্র ৪৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বাকিবুরের সংস্থার মাধ্যমে। আর সেই সব হিসেবনিকেশ করে দেখা যাচ্ছে সব মিলিয়ে ১০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বাকিবুরের সংস্থাই। ইডির তরফে দাবি করা হয়েছে এই মামলার জট যত খুলবে ততই টাকার অঙ্কের পরিমাণ বাড়তে থাকবে।

তবে বাকিবুরের লাভের টাকার শেয়ার কাদের কাছে পৌঁছেছে এখন সেই বিষয়টিই তদন্ত করে দেখছেন ইডি আধিকারিকরা।

 

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version