ফের বি.ধ্বংসী ভূ.মিকম্পে কেঁপে উঠল চিন! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, চলছে উদ্ধারকাজ

0
1

ফের ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর-পশ্চিম চিন(China)। সূত্রের খবর, গানসু এবং কিংহাই প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। চিনের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে এদিনের ভয়াবহ কম্পনের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি।

দুই প্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ১১৩, আহত বহু। এদিকে ধ্বংসস্তূপের নীচে যাঁরা আটকে রয়েছেন, জোরকদমে তাঁদের উদ্ধারকাজ (Rescue) চলছে।

জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১২টা নাগাদ কেঁপে ওঠে গানসু এবং কিংহাই প্রদেশ। ভূকম্পের কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে ১০০ কিমি দূরে মাটি থেকে মাত্র ১০ কিমি গভীরে। চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, কিংহাই প্রদেশে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। দুই প্রদেশেই চলছে উদ্ধারকাজ। এদিকে ভূমিকম্পের জেরে একেবারে তছনছ বহু এলাকা, নেই বিদ্যুৎ। প্রেসিডেন্ট শি জিনপিং ওই দুই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।