Saturday, November 15, 2025

ভূমি দফতরের কর্মীদের কাজকর্মের ওপর ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী! ক.ড়া নজরদারি চালাতে কমিটিগুলিকে তৎপর হওয়ার নির্দেশ রাজ্যের

Date:

ভূমি ও ভূমিসংস্কার দফতরের একাংশের কর্মীর ভূমিকায় মুখ্য়মন্ত্রীর ক্ষোভ প্রকাশের প্রেক্ষিতে ওই সব আধিকারিকদের কাজকর্মের ওপর নজরদারি চালাতে গঠিত কমিটিকে আরও তৎপর হতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। ভূমি দফতরের আধিকারিকদের কাজের ওপর লাগাতার নজরদারি চালাতে বছর খানেক আগে ব্লক স্তরে কমিটি গঠন করা হয়েছে। থানার ওসি, বিডিও এবং বিএলআরওকে নিয়ে ওই ত্রিস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কমিটি গঠনের পরেও অনিয়মের অভিযোগ উঠে আসছে বলে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সে কারণেই ওই কমিটিগুলিকেই আরও সক্রিয় ও তৎপর হতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই এব্যপারে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভূমি সংক্রান্ত বিষয়ে এলাকা ঘুরে ঘুরে বা রেগুলার ফিল্ড ভিজিটের মাধ্যমে নজরদারি চালানোর দায়িত্ব ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার বা আরআইদের। রাজ্যজুড়ে বর্তমানে মাত্র ৫০০ জন মতো আরআই রয়েছেন। অর্থাৎ, সঠিকভাবে নজরদারি চালাতে গেলে রাজ্যে ৩ হাজার ৩৪২ জন আরআই প্রয়োজন। এই শূন্যপদ দীর্ঘদিন পূরণ না হওয়ায় থানার ওসি, বিডিও এবং বিএলআরওদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই পদ দ্রুত পূরণ হওয়া প্রয়োজন বলেও মনে করছে প্রশাসনিক মহল। কারণ, আরআই-রা ভূমি সংক্রান্ত বিষয় যতটা বোঝেন, তা পুলিশ বা অন্যান্য ক্যাডারের অফিসারদের পক্ষে বোঝা সম্ভব নয়। অন্যদিকে, মাটিগাড়া এবং রাজগঞ্জে যে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে দুই সদস্যের দল পাঠিয়েছে নবান্ন। এই দল তদন্ত শেষে রিপোর্ট দেবে ভূমি ও ভূমিসংস্কার দফতরে। জানা গিয়েছে, শুধু মাত্র মাটিগাড়া থেকেই মোট ৯২টি অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুন- রাজ্যের সেতুগুলির নি.রাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা জা.রি পূর্ত দফতরের

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version