Sunday, November 16, 2025

প্যালেস্টাইনের সমর্থনকারী ‘হুথি’কে রুখতে ১০ দেশের জোট গঠন আমেরিকার

Date:

গাজার মাটিতে ইজরায়েলের হামলার প্রতিবাদে ইজরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। যার ফলস্বরূপ ওই রুটে জাহাজ চলাচল বন্ধ করেছে বিশ্বের একাধিক বড় সংস্থা। এহেন পরিস্থিতিতে ইজরায়েলের সহায় হয়ে পাশে দাঁড়াল আমেরিকা। লোহিত সাগরে হুথিদের হামলা রুখতে ১০ দেশকে নিয়ে গঠন করা হল নিরাপত্তা বাহিনী। সোমবার এই বাহিনী গঠন করেন মার্কিন প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন। এবং জানান, ওই অঞ্চল ও আরব উপসাগরে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে সুরক্ষা দিতেই এই বাহিনী গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে জাহাজ চলাচলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই হুথি বাহিনী। গত কয়েকদিনে ইজরায়েলগামী একাধিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে তারা। পরিস্থিতি এমন পর্যায়ে যে ওই পথে যাত্রা করতে চাইছে না কোনও জাহাজ। এই ঘটনায় লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলে দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের তেলবাহী জাহাজের বড় একটি অংশ সেখান দিয়েই চলাচল করে। এই পরিস্থিতিতে আমেরিকার তরফে ১০ দেশকে সঙ্গে নিয়ে বাহিনী গঠন কিছুটা স্বস্তির হলেও উদ্বেগ কাটছে না। ওদিকে পাল্টা হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার নেতৃত্বাধীন এ বাহিনীর কোনো প্রয়োজনীয়তা লোহিত সাগরে নেই। কারণ ইজরায়েলগামী ছাড়া সব জাহাজই সেখানে নিরাপদ। তারা আরও জানিয়েছে, যদি ইজরায়েল গাজায় হামলা বন্ধ করে দেয় তাহলে তারাও হামলা বন্ধ করে দেবে।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version