Monday, August 25, 2025

গোটা গ্রামকে ‘বেটা পড়াও’ শিক্ষা আদালতের, কর্ণাটকে বিচার পেলেন নির্যাতিতা

Date:

পছন্দের প্রেমিকার সঙ্গে পালিয়ে গিয়েছে ছেলে। শাস্তি হিসাবে মাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো এবং বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার মতো অপরাধ! এরই বিচারে গ্রামে ‘বেটা পড়াও’-এর শিক্ষা দিল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)। পাশাপাশি গ্রামের মানুষদের ‘সম্মিলিত কাপুরুষতা’কে (collective cowardice) তিরষ্কার করে আদালত। নারীর সম্মান বাঁচানোর এই বিচার প্রক্রিয়ায় আদালতকে বলতে শোনা যায় সেই কবিতা – ‘শোনো দ্রৌপদী, হাতে অস্ত্র তুলে নাও! গোবিন্দ তোমাকে বাঁচাতে আসবে না।’ পুষ্যমিত্র উপাধ্যায়ের এই হিন্দি কবিতাটিই ছড়িয়ে পড়েছিল দিল্লির নির্ভয়ার ঘটনার পর।

কর্ণাটকের বেলাগাভিতে মহিলাকে নগ্ন করে ঘোরানোর সুও মোটো (suo moto) মামলা দায়ের করা হয়। অভিযোগ, নির্যাতিতার ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল গ্রামেরই একটি মেয়ের। মেয়ের পরিবার তাদের বিয়েতে সম্মতি না দেওয়ায় দুজনে একসঙ্গে পালিয়ে যায়। তারপরই ছেলেটির মায়ের ওপর চড়াও হয় মেয়ের আত্মীয়রা। তাঁকে যখন নির্যাতন করা হয় তখন গ্রামের প্রায় ৫০-৬০ জন মানুষ সেটা চুপ করে দাঁড়িয়ে (mute spectators) দেখেছে। যখন ১৩ জন মিলে নির্যাতন (assault) চালায় মহিলার ওপর। এক ব্যক্তি প্রতিবাদ করায় তাঁকেও মারধর করা হয়।

মামলার পর্যবেক্ষণে তীব্র ধীক্কার জানায় কর্ণাটক হাইকোর্টের বিচারপতি প্রসন্ন বি ভারালে ও বিচারপতি কৃষ্ণ এস দিক্ষীতের ডিভিশন বেঞ্চ। গ্রামবাসীরা সবাই অন্যায় না করলেও তাঁরা নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল যা অপরাধীদের অপরাধে ইন্ধন জুগিয়েছে। এরপরই আদালতের পর্যবেক্ষণ ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ যেমন চলছে তেমন ‘বেটা পড়াও’ এর অভ্যাস শুরু করা দরকার। তাহলে ওরা শিখবে কীভাবে নিজেদের বোনেদের সম্মান ও রক্ষা করতে হয়।

আরও পড়ুন:রেশন বন্টন মামলায় বাকিবুরের পকেটেই হাজার কোটি! দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে বি.স্ফোরক ইডি

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version