১৮ ডিসেম্বর ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্তিনা। লিওনেল মেসির হাত ধরে ফের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে নীল-সাদার দেশ। গতকাল বিশ্ব জয়ের এক বছর হলো। বিশ্ব জয়ের এক বছর পূর্তিতে আবেগঘন পোস্ট করলেন আর্জেন্তাইন অধিনায়ক । বিশ্বকাপ জয়ের রাতের একাধিক ছবি পোস্ট করেদিলেন বিশেষ বার্তা।
বিশ্ব জয়ের স্বাদ নিয়ে মেসি নিজের পোস্টে লেখেন, “আমার ফুটবলজীবনের সবচেয়ে সুন্দর পাগলামির একটা বছর। অবিস্মরণীয় স্মৃতি রয়েছে যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন। সবাইকে বিশ্ব জয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা।”
মেসি যে ছবি ছেড়েছেন, তাতে দেখা যাচ্ছে, কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপ হাতে নিয়ে মেসির একটি ছবি রয়েছে। এছাড়া সাজঘরে বিশ্বকাপ ট্রফিকে মেসির চুম্বনের ছবি, বিছানায় ট্রফি নিয়ে শোয়ার ছবি এবং গোটা দলের সঙ্গে উল্লাসের ছবি রয়েছে। এছাড়াও একটি আর্জেন্তিনার সমর্থকদের উল্লাসেরও ভিডিও রয়েছে।
আরও পড়ুন:আজ আইপিএল-এর মেগা নিলাম, দিল্লির টেবিলে থাকতে পারেন ঋষভ পন্থ