Sunday, November 16, 2025

চলবে রক্ষণাবেক্ষণের কাজ! ২ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

Date:

ফের আংশিক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল। আগামী ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার মধ্যরাতে বিদ্যাসাগর সেতু দিয়ে দুই ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সেতু সারাইয়ের কাজ চলার কারণেই যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, আগামী ২১ ডিসেম্বর রাত ১টা থেকে রাত তিনটে পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিতে যান চলাচল বন্ধ রাখা হবে। অন্যদিকে, এজেসি বোস রোড থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়ি গুলি নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে গাড়িগুলির অভিমুখ হেস্টিং ক্রসিংয়ের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে।

এছাড়া খিদিরপুরের দিক থেকে আসা সমস্ত ধরণের গাড়িগুলোকে পূর্বদিকে ঘুরিয়ে দেওয়া হবে। হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ থেকে বাঁদিকে মোড় ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে দু’ঘণ্টার জন্যেই এই যান নিয়ন্ত্রণ করা হবে। আজ মধ্যরাত ১টা থেকে ৩টে পর্যন্ত এই কাজ চলবে। ওই সময় সেতুর উপর দিয়ে সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে খবর। কয়েকদিন ধরে বিদ্যাসাগর সেতুর কেবল পরিবর্তন এবং মেরামতের কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্য ইতিমধ্যেই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তবে বিদ্যাসাগর সেতুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই কেবল। সেতুতে মোট ৩২টি কেবল রয়েছে। এগুলি বিদ্যাসাগর সেতুর ভারসাম্য রক্ষার পাশাপাশি দুপাশের স্তম্ভের সঙ্গে সেতুকে জুড়ে রেখেছে। চলতি মাসের শুরুর দিকেই কেবল বদল এবং মেরামতের কাজ শুরু হয়েছে। হাওড়ামুখী লেনের কেবল বদলের কাজ শুরু হয়েছে। এটি টানা ৮ মাস ধরে চলবে। সেকারণে আপাতত ৮ মাস ওই সেতুর উপর দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version