Saturday, August 23, 2025

রাজনৈতিক সৌজন্য: পা কেমন আছে? দেখা হতেই মমতার সঙ্গে কুশল বিনিময় মোদির

Date:

রাজনৈতিক সৌজন্য দেখাতে কখনও কসুর করেননি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক ভাবে বিপরীত মেরুতে থাকা নেতৃত্বের সঙ্গেও তিনি সৌজন্য দেখিয়েছেন। বুধবার, তাঁকেও সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বাংলার বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সংসদ ভবনে যান বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা হতে মমতার পায়ের ব্যথা সম্পর্কে জানতে চান মোদি। জবাবে মুখ্যমন্ত্রী জানান, এখন পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। মোদি কেমন আছেন, জানতে চান মমতাও। নিজের দফতরও মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী।

সূত্রের খবর ওই কুশল বিনিময়ের পরেই বৈঠক শুরু হয়। যেখানে বাংলার প্রাপ্যর দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ অন্যান্য সাংসদরা। মিনিট পঁচিশেক বৈঠক চলে।

পঞ্চায়েত ভোটের প্রচারের সময় উত্তর থেকে ফেরার পথে হেলিকপ্টার বিপর্যয়ে পায়ে আঘাত পান তৃণমূল সভানেত্রী। এর পরে স্পেন সফরেও ওই পায়ে ফের চোট পান। ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেই থেকে এক মাসের বেশি সময় ধরে বাড়িতে থেকেই কাজ করেন মমতা। প্রশাসনিক কাজের পাশাপাশি দুর্গাপুজোর উদ্বোধনও ভার্চুয়াল মাধ্যমে করেন বাড়ি থেকেই। রেড রোডে কার্নিভালের দিন প্রথম বাড়ি থেকে বার হন। তার পর থেকে নিয়মিত কাজ, জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়নি। বুধবার মুখোমুখি দেখা হতেই মমতার পায়ের চোটের বিষয়ে খোঁজ নেন মোদি।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version