Sunday, November 16, 2025

মোদি নিজেও এমন ‘মিমিক্রি’ করেছেন লোকসভায়: ভিডিও পেশের দাবি কল্যাণের

Date:

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গাত্মক অঙ্গিভঙ্গি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এই ইস্যুতেই এবার মুখ খুললেন কল্যাণ। স্পষ্ট ভাষায় জানালেন, এই ঘটনা প্রথমবার নয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ অধিবেশন চলাকালীন লোকসভাতে ব্যঙ্গাত্মক অঙ্গিভঙ্গি করেছেন। চাইলে সেই ভিডিও প্রকাশ করতে পারি বলে জানালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৪১ জন সাংসদকে বহিষ্কারের ঘটনায় মঙ্গলবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভে সামিল হন বিরোধী সাংসদরা। সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতিকে নকল করে অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে কল্যাণের বিরুদ্ধে। সেই মুহূর্তের ভিডিয়ো করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যা নিয়ে শুরু হয় বিতর্ক। কল্যাণের আচরণের নিন্দায় সরব হয় বিজেপি। এরপর বুধবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, “মক পার্লামেন্ট চলছিল। আমি বলিনি যে সেটা লোকসভা নাকি রাজ্যসভা। এটা যদি উনি নিজের গায়ে মেখে নেন, তাহলে আমি অসহায়। উনি কি সত্যিই রাজ্যসভায় এরকম আচরণ করেন? এটাই আমার প্রশ্ন। কারও ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না আমার। ধনকড় সাব আমার সিনিয়র। উনি আমার পেশাতেই ছিলেন। উনি আইনজীবী ছিলেন। আমিও আইনজীবী। আমাদের পেশায় আমরা কারও ভাবাবেগে আঘাত করি না। আমি ওঁনাকে শ্রদ্ধা করি।”

এরপর পাল্টা প্রশ্ন ছুড়ে কল্যাণ বলেন, ধনখড়ের যদি মনে হয় যে তাঁর নকল করা হয়েছে, তাহলে এই প্রশ্নটা আসছে যে উনি কি রাজ্যসভায় এরকমভাবে আচরণ করেন? সেইসঙ্গে তিনি বলেন, “আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। মিমিক্রি একধরনের শিল্প। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই লোকসভায় মিমিক্রি করেছিলেন। আমি আপনাদের ভিডিয়োও দেখাতে পারি। ২০১৪ -২০১৯ সালের মধ্যে উনি লোকসভায় করেছিলেন। কিন্তু প্রত্যেকেই বিষয়টা হালকা চালে নিয়েছিলেন। কেউ যদি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেন, তাহলে আমি অসহায়।”

কল্যাণের ভিডিও নিয়ে এদিন মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “আমি রাজনৈতিক বিষয়ে কোও টিপপ্নি করব না। এই নিয়ে সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন মন্তব্য করবেন।” এরপরই তাঁর সংযোজন, “এটা সামান্য হালকা চালে করা। কাউকে আমরা অসম্মান করি না। অসম্মান করা আমাদের উদ্দেশ্য নন। আর তাছাড়া রাহুল গান্ধী মোবাইলে ভিডিওগ্রাফি না করলে তো কেউ জানতেও পারত না।”

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version