Sunday, August 24, 2025

ISI-এর নিরাপত্তায় পাকিস্তানেই ঘাঁটি মুম্বই হামলার মাস্টারমাইন্ড টাইগার মেমনের

Date:

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড টাইগার মেমন বহাল তবিয়তে রয়েছে পাকিস্তানের মাটিতেই। ভারতের শত্রুকে শুধু আশ্রয়ই নয়, ভিভিআইপি নিরাপত্তাও দেওয়া হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর তরফে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। যেখানে দাবি করা হয়েছে, করাচিতে পাক সেনাবাহিনীর ডিফেন্স হাউজিং অথরিটির অধীনে তৈরি বিলাসবহুল বাংলোই ঠিকানা মোস্ট ওয়ান্টেড জঙ্গি টাইগার মেমনের। যে বাংলোয় পাক সরকারের তরফে বরাদ্দ করা হয় পাকিস্তানের উচ্চপদস্ত সেনা আধিকারিকদের জন্য।

নিজেদের মাটিতে টাইগার মেমনের অস্তিত্ব বারবার অস্বীকার করে গিয়েছে পাকিস্তান। তবে এনআইএ’র তরফে সরকারি নথিতে ২ টি ঠিকানা দেওয়া হয়েছে যার একটি হল, HOUSE NO- 34A, STREET-29, PHASE-V,DHA KARANCHI, PAKISTAN. যা পাক সেনার তৈরি এক বিলাসবহুল বাংলো। শুধু তাই নয়, মুম্বই হামলার প্রধান চক্রী দাউদ ইব্রাহিমের বাংলোর কাছেই অবস্থিত টাইগারের এই বাংলো। সংবাদমাধ্যমে এই বাংলোর যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, বাংলোর চারপাশে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তায় রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। চারপাশে রয়েছে অজস্র সিসিটিভি ক্যামেরা। এনআইএ’র তরফে টাইগারের দ্বিতীয় যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি HOUSE NO- 1/A2, GOLF COURSE ROAD-1, PHASE IV,DHA,KARACHI PAKISTAN. এখানে টাইগারের নিজস্ব একটি অফিসও রয়েছে। অত্যন্ত কড়া নিরাপত্তার বেষ্ঠনিতে মাঝে মধ্যে এই অফিসে যায় টাইগার। যেখানে দাউদের মাদক সহ অন্যান্য অবৈধ কারবার সামাল দেয় এই জঙ্গি। আর এই গোটা এলাকা সিসিটিভির নজরদারিতে। এখানে টাইগারের সঙ্গে সাক্ষাৎ করতে আসে আইএসআই-এর শীর্ষ কর্তারা। মাঝে মধ্যে দাউদ সহ অন্যান্য জঙ্গিনেতাদের সঙ্গে বৈঠকও বসে এখানে।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আরব সাগরের তীর। চারিদিকে আর্তনাদ, হাহাকার এক লহমায় বদলে গিয়েছিল বাণিজ্য নগরীর চিত্র। ভারতের মাটিতে সবথেকে নৃশংস ও জঘন্য এক জঙ্গি হামলা ছিল এটি। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। আর এই ভয়ঙ্কর হামলার নেপথ্যে ছিল দাউদ ইব্রাহিম। তার অন্যতম সহযোগী ছিল এই টাইগার মেমন। পাকিস্তানের সহযোগিতায় মুম্বইয়ে এই ধারবাহিক বিস্ফোরণের ৩০ বছর পর এবার প্রকাশ্যে এল পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা টাইগার মেমনের বাংলো।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version