Tuesday, May 6, 2025

শহর কলকাতার জন্য সুখবর। ঠাণ্ডা পড়তেই বাজারে দাম কমেছে একাধিক জিনিসের। বিশেষ করে কয়েকটা সবজি মিলছে কম দামে। যদিও মাছের বাজারে দাম অনেকটাই চড়া। এদিন সবজি বাজারে কোন জিনিসের দাম কত রয়েছে? তা দেখে নেওয়া যাক।

বুধবার সবজি বাজারে দাম রয়েছে মিশ্র। যেমন ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। যা রয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। যদিও চন্দ্রমুখীর প্রতি কেজিতে দাম রয়েছে ২৮ টাকার আশেপাশে। অন্য সবজির মধ্যে পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ১৫- ২০ টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে ৩০ টাকা। এছাড়া বাজারে ঢ্যাঁড়শ, উচ্ছে, বেগুনের কেজি রয়েছে ৪০ টাকা। তুলনামূলকভাবে কমেছে কাঁচা লঙ্কার দামও। প্রতি ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১০- ১২ টাকা।

যদিও বাজারে টমেটোর দাম খুব সস্তা হয়নি। ৫০- ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো।
বুধবার মাছের বাজারেও দাম চড়া। এদিন মাছের বাজারে চড়া দামে বিকোচ্ছে পাবদা, কাতলা, ভেটকির মতো মাছ। কাতলা মাছের প্রতি কেজিতে দাম ৩৬০- ৪০০ টাকা থেকে শুরু। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম ৫০০ টাকা থেকে শুরু। আবার পাবদা মাছের প্রতি কেজিতে দাম ৪০০ টাকা।
বাজারে ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০- ৩৫০ টাকা।ইলিশ মাছ বাজারে অল্প কয়েকটি দোকানে মিলছে। তাতে দাম চড়া। ৫০০- ৬০০ গ্রামের ইলিশ মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০০- ৯০০ টাকা। ৩৫০ গ্রামের ছোট ইলিশ কেজি প্রতি কিনতে খরচ হবে ৬০০ টাকা। পাশাপাশি চিংড়ি মাছের দামও কিন্তু অত্যন্ত চড়া। গলদা চিংড়ির প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০ টাকার আশেপাশে। ছোট চিংড়ির প্রতি ১০০ গ্রামে দাম রয়েছে ৩০- ৩৫ টাকা।

এদিন বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৬০- ১৮০ টাকা। এদিন গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১২০- ১৩০ টাকা। আবার দেশি মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০- ৫০০ টাকা। এদিন বাজারে প্রতি কেজি মাটনের রেট রয়েছে ৭৬০- ৮০০ টাকা।

Related articles

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...
Exit mobile version