Thursday, August 28, 2025

সরকারি কর্মীদের নববর্ষের উপহার, আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই পদক্ষেপের জেরে রাজ্যের খরচ হবে ২হাজার ৪০০ কোটি টাকা। আগামী ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে এই ডিএ পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা।

বৃহস্পতিবার পার্কস্ট্রিটে ১৩ তম বড়দিন উৎসবের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজকের এই বিশেষ দিনে আমি একটি বিশেষ উপহারের কথা ঘোষণা করছি। রাজ্য সরকারি কর্মচারিদের জন্য এটা আমার বড়দিনের উপহার। সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্মী থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও পেনশনভোগীরা এই ডিএ পাবেন আগামী ১ জানুয়ারি থেকে। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার ৪০০ কোটি টাকা।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী এটাও জানান, রাজ্য সরকারি কর্মচারিদের ক্ষেত্রে ডিএ-র বিষয়টি ঐচ্ছিক। তাও যেহেতু আমাদের কর্মীরা ভালো কাজ করেন তাই এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী আরও জানান যে রাজ্যের পে কমিশন আছে এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস সংক্রান্ত নিয়মের তফাৎ আছে। সেটা থাকা সত্ত্বেও রাজ্য কর্মীদের কথা ভেবে মাঝে মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন।

উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পঞ্চম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে ধাপে ধাপে ২০১৯ সাল পর্যন্ত ৯০% ডি.এ. বরাদ্দ করেছে, যার আর্থিক পরিমাণ ১.৬৬,৮৬৫ কোটি টাকা। এরপর ২০১৯ সালে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকার করে নতুন বেতন ক্রমে মূল বেতনের সঙ্গে ১২৫% ডি.এ. সংযুক্ত করে বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি করা হয়। নতুন পে-কমিশনের সুপারিশ কার্যকরী হওয়ার পরে এতদিন রাজ্য সরকার ৬% ডি.এ ঘোষণা করেছিল, যার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বছরে ৪.১৩৩ কোটি টাকা খরচ হচ্ছিল। ২০২৪ সালের জানুয়ারি থেকে রাজ্য সরকার আরও ৪% ডি.এ ঘোষণা করেছে, যার ফলে মোট ডি.এ বেড়ে হলো ১০ শতাংশ। এই ১০ শতাংশ ডি.এ বাবদ রাজ্য সরকারকে বছরে মোট ৬,৮৮৮ কোটি টাকা ব্যয় করতে হবে।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version