দিনের ব্যস্ত সময় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড কেষ্টপুরের (Kestopur) রবীন্দ্রপল্লি বাজারে। বৃহস্পতিবার সকালে দোকান (Shop) খোলার পরে গ্যাস সিলিন্ডারে ফেটে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় ওই দোকানের দুই কর্মচারী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়।


অগ্নিকাণ্ডের পরে খবর যায় দমকলে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘিঞ্জি এলাকায় পাশাপাশি দোকান (Shop) থাকায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল তবে দমকলের তৎপরতায় সেটি আটকানো গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।












