৪ বছরের কম বয়সি শিশুদের কাশির ওষুধ সেবন নি.ষিদ্ধ ভারতে!

কাফ সিরাপ সেবনের জেরে শতাধিক শিশুর মৃত্যু খবর মিলেছিল বিশ্বজুড়ে। এবার সেই কথা মাথায় রেখেই করা পদক্ষেপ গ্রহণ কেন্দ্রীয় সরকারের। বুধবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে ৪ বছরের কম বয়সি শিশুদের সর্দি-কাশির ওষুধ সেবন নিষিদ্ধ। কাফ সিরাপ সেবনের কারণে ২০১৯ সাল থেকে জাম্বিয়া, উজবেকিস্তান এবং ক্যামেরুনে কমপক্ষে ১৪১ জন মারা গিয়েছে।

কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অনুমোদিত কাশির সিরাপ সেবন নিয়ে আশঙ্কা তৈরির পরেই ৪ বছরের কম বয়সি শিশুদের কাশির ওষুধ সেবনে নিষেদ্ধাজ্ঞা জারি হয়েছে। স্বল্প দামে জীবনদায়ী ওষুধ সরবরাহের কারণে ভারতকে “বিশ্বের ফার্মেসি” বলা হয়। দেশে ঘরোয়াভাবে তৈরি কাশির সিরাপ খেয়ে ২০১৯ সালে প্রাণ হারিয়েছিল ১২ জন শিশু। বিষক্রিয়ার জেরে শারীরিকভাবে বিকলঙ্গ হয়ে পড়ে ৪ শিশু। এই পরিস্থিতিতেই এবার কড়া নির্দেশিকা জারি করেছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

 

 

 

 

 

 

Previous articleকেন রেকর্ড অর্থ খরচ করে দলে নেওয়া হলো স্টার্ককে? মুখ খুললেন গম্ভীর
Next articleসিলিন্ডার ফেটে কেষ্টপুরের রবীন্দ্রপল্লি অগ্নিকাণ্ড, আহত ২