Sunday, August 24, 2025

বিরোধীদের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে বুলডোজ করে চলা সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন একদিন আগেই গুটিয়ে ফেলল মোদি সরকার। কার্যত বিরোধী শূন্য সংসদে একের পর এক বিতর্কিত বিল পাশ করিয়ে নিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই বৃহস্পতিবার শেষ হয়ে গেল সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন। এদিন বিকেল ৪.১৫ নাগাদ অধিবেশনের আনুষ্ঠানিক ‘সাইনে ডাই’ ঘোষণা করেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। এদিনও কার্যত বিনা বাধায় বিতর্কিত মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল তথা প্রেস রেজিষ্ট্রেশন বিল পাশ করানোর পরেই সংশ্লিষ্ট অধিবেশনের কাজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখেন ওম বিড়লা।

অবশেষে বিরোধীদের যাবতীয় দাবিদাওয়া উড়িয়ে বৃহস্পতিবার বিকেলে বিরোধীশূন্য সংসদীয় নিম্নকক্ষে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন ওম বিড়লা জানান, শীতকালীন সংসদে উৎপাদনশীলতার হার এবছর ৭৪ শতাংশ, মোট ১৪টি বৈঠক সম্পন্ন হয়েছে এবং সভা চলেছে প্রায় ৬১ ঘণ্টা ৫০ মিনিট ধরে। এই অধিবেশনে লোকসভায় ১২টি বিল পেশ এবং মোট ১৮ টি বিল পাশ হয়েছে। যার মধ্যে ন্যায় সংহিতা অন্যতম। জনস্বার্থ জড়িত মোট ১৮২ টি বিষয় উত্থাপিত হয়েছে নিম্নকক্ষে।

তাৎপর্যপূর্ণ ভাবে সংসদে হানা, স্মোক বম্ব বা বিরোধী শিবিরের বিক্ষোভ এবং তার সূত্রে রেকর্ড সংখ্যক ১৪৬ সাংসদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপনই করলেন না অধ্যক্ষ ওম বিড়লা। বরং তড়িঘড়ি ‘বন্দেমাতরম’-এর মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত রাখেন তিনি।

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version