Monday, August 25, 2025

পুলওয়ামার পুনরাবৃত্তি পুঞ্চে! জঙ্গি হামলার নিন্দায় সরব বিরোধীরা, তোপ মোদি সরকারকে

Date:

পুলওয়ামার ধাঁচে ফের জম্মু ও কাশ্মীরের পুঞ্চে এলাকায় সেনার কনভয় জঙ্গি হামলা। বৃহস্পতিবার এই হামলায় শহিদ হয়েছেন পাঁচ জওয়ান। এখানেও জঙ্গি হামলার নিন্দার পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারের সমালোচনায় সরব হল দেশের বিরোধী নেতৃত্বরা। এই হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় তুললো বিরোধী শিবির।

শিবসেনা (উদ্ধব ঠাকরে) এর সাংসদ সঞ্জয় রাউত মনে করেন পুঞ্চে অতর্কিত হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলা একই ধাঁচের। উল্লেখ্য পুলওয়ামা হামলায় ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী নিহত হয়েছিল। রাউত বলেন, “পুঞ্চে সন্ত্রাসী হামলা হল পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি। সরকার ঘুমিয়ে আছে। বিজেপি কি আবার আমাদের জওয়ানদের বলিদান নিয়ে রাজনীতি করতে চান? বিজেপি কি ২০২৪ সালে পুলওয়ামা, পুঞ্চ ইস্যুতে আবার ভোট চাইবে? আমরা যদি পুঞ্চের ঘটনা নিয়ে প্রশ্ন করি, তাহলে তারা আমাদের দিল্লি বা দেশ থেকে বের করে দেবে।”

ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়া সত্ত্বেও সন্ত্রাসবাদের ক্রমাগত প্রসারের দিকে ইঙ্গিত করেছেন, যা উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ দমনের একটি সমাধান হিসাবে কেন্দ্র দ্বারা দাবি করা হয়েছিল। তিনি বলেন, “বিজেপি বলত যে ৩৭০ ধারা সন্ত্রাসবাদের জন্য দায়ী। আজও সেখানে সন্ত্রাস রয়েছে। কর্নেল এবং ক্যাপ্টেনের মতো অফিসাররা কাশ্মীরে মারা যাচ্ছেন। প্রতিদিনই কোথাও না কোথাও বোমা ফাটছে… সন্ত্রাস কি শেষ? সন্ত্রাস বন্ধ হয়নি, কিন্তু বিজেপি শুধু ডঙ্কা বাজাচ্ছে যে সন্ত্রাসের অবসান হয়েছে।” প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ এবং মেহবুবা মুফতিও এই হামলার নিন্দা করেছেন।বৃহস্পতিবার পুঞ্চ জেলায় সন্ত্রাসীদের হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক ৩.৪৫ মিনিটে এই জঙ্গি হামলা চলে সেনার দুটি গাড়ি লক্ষ্য করে। একটি কর্ডন-এবং-অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য যাচ্ছিল গাড়ি দুটি, পথে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ), পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর একটি শাখা, এই হামলার দায় স্বীকার করেছে। দুই সেনার মৃতদেহ বিকৃত করা হয়েছে বলে জানা গেছে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version