Thursday, August 21, 2025

খয়রাশোলে খু.নের জের! আচমকাই ক্লো.জ কাঁকরতলা থানার ওসি! নয়া দায়িত্বে কে?

Date:

ক্লোজ (Close) করা হল বীরভূমের কাঁকরতলা (Kankartala) থানার ওসি (OC) শামিম খানকে। সেই জায়গায় কাঁকরতলা থানার নতুন ওসি হিসেবে দায়িত্বে এসেছেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। এতদিন তিনি সিউড়ি থানায় কর্মরত ছিলেন। তবে ঠিক কী কারণে, আচমকা কাঁকরতলা থানার ওসিকে ক্লোজ করা হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ এক নির্দেশিকায় জানিয়েছে ‘ইন্টারেস্ট অব পাবলিক সার্ভিসে’ (Interest of Public Service) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, গোটাটাই নাকি রুটিন বদলি। তবে বুধবার রাতেই কাঁকরতলা থানা এলাকায় এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ ওঠে। আর সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কাঁকরতলা থানার ওসিকে ক্লোজ করার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, বুধবার রাতে কাঁকরতলা থানা এলাকার খয়রাশোল ব্লকের পশ্চিম বড়কলা গ্রামে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অজয় নদের চর থেকে শেখ মতিন নামে এর প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় বাসিন্দারা প্রৌঢ়কে উদ্ধার করে নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর এরপরই ব্যাপক হইচই শুরু হয় এলাকায়। পরিবারের তরফে অভিযোগ, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে প্রৌঢ়কে। এদিকে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় কাঁকরতলা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ঠিক কী কারণে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট প্রকাশ্যে এলেই আসল সত্য বেরিয়ে আসবে। এরই মধ্যে বৃহস্পতিবার জেলা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে ক্লোজ করা হল কাঁকরতলা থানার ওসিকে। যদিও গোটা বিষয়টিই পুলিশের রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের।

 

 

 

 

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version