Sunday, November 9, 2025

খয়রাশোলে খু.নের জের! আচমকাই ক্লো.জ কাঁকরতলা থানার ওসি! নয়া দায়িত্বে কে?

Date:

ক্লোজ (Close) করা হল বীরভূমের কাঁকরতলা (Kankartala) থানার ওসি (OC) শামিম খানকে। সেই জায়গায় কাঁকরতলা থানার নতুন ওসি হিসেবে দায়িত্বে এসেছেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। এতদিন তিনি সিউড়ি থানায় কর্মরত ছিলেন। তবে ঠিক কী কারণে, আচমকা কাঁকরতলা থানার ওসিকে ক্লোজ করা হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ এক নির্দেশিকায় জানিয়েছে ‘ইন্টারেস্ট অব পাবলিক সার্ভিসে’ (Interest of Public Service) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, গোটাটাই নাকি রুটিন বদলি। তবে বুধবার রাতেই কাঁকরতলা থানা এলাকায় এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ ওঠে। আর সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কাঁকরতলা থানার ওসিকে ক্লোজ করার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, বুধবার রাতে কাঁকরতলা থানা এলাকার খয়রাশোল ব্লকের পশ্চিম বড়কলা গ্রামে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অজয় নদের চর থেকে শেখ মতিন নামে এর প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় বাসিন্দারা প্রৌঢ়কে উদ্ধার করে নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর এরপরই ব্যাপক হইচই শুরু হয় এলাকায়। পরিবারের তরফে অভিযোগ, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে প্রৌঢ়কে। এদিকে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় কাঁকরতলা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ঠিক কী কারণে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট প্রকাশ্যে এলেই আসল সত্য বেরিয়ে আসবে। এরই মধ্যে বৃহস্পতিবার জেলা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে ক্লোজ করা হল কাঁকরতলা থানার ওসিকে। যদিও গোটা বিষয়টিই পুলিশের রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের।

 

 

 

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version