Monday, November 3, 2025

অনুষ্ঠান করতে যাওয়ার পথে বড়সড় দু.র্ঘটনার কবলে পৌষালী! কেমন আছেন সঙ্গীতশিল্পী?

Date:

অনুষ্ঠান করতে যাওয়ার পথে আচমকাই বড়সড় দুর্ঘটনার (Accident) কবলে সঙ্গীতশিল্পী (Singer) পৌষালী বন্দ্যোপাধ্যায় (Poushali Banerjee)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই চোখে পড়ে একটি ভয়ংকর দৃশ্য। ক্যাপশনে লেখা গাড়ি দুর্ঘটনার কবলে সংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। কালো রঙের এসইউভি সামনে থেকে একেবারে দুমড়ে গিয়েছে বলে দেখা যায়। সূত্রের খবর, শুক্রবার সকালে অনুষ্ঠানে যাওয়ার পথে বেথুয়াডহরির কাছে নাকাশিপাড়ায় তাঁর মিউজিশিয়নদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে পৌষালীর মিউজিশিয়নদের গাড়িকে। তবে সঙ্গীতশিল্পীর চোট লাগলেও তা গুরুতর নয় বলে জানা গিয়েছে।

এদিকে এদিন সঙ্গীতশিল্পীর দুর্ঘটনার খবর সামনে আসতেই একের পর এক মেসেজের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে পরে সংবাদমাধ্যমকে পৌষালী জানান, মিউজিশিয়ানদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তাঁদের লেগেছে। বেথুয়াডহরির কাছে নাকাশিপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিন একটি থার এসে পিছন দিক থেকে আমাদের মিউজিশিয়ানের গাড়িতে ধাক্কা মারে। তবে পৌষালী জানান, এদিন অনুষ্ঠান করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এখন অবশ্য সব ঠিক আছে। মিউজিশিয়ান বিশেষ করে সাউন্ড ম্যানের চোট লেগেছে। যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন, সেই অরবিন্দ ভাইয়ারও লেগেছে। নাকাশিপাড়ার কাছে একটা ক্লিনিকে নিয়ে গিয়ে ইনজেকশনও দিতে হয়েছে তাঁকে।

উল্লেখ্য, বাংলায় পৌষালীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর লোকগান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেকেই। এদিন দুর্ঘটনার খবরে চিন্তায় ছিলেন গায়িকার ভক্তরা। কিন্তু সকলকে আশ্বস্ত করে জানানো হয়, ভালো আছেন পৌষালী। শুক্রবারের অনুষ্ঠানের জন্য প্রস্তুত গায়িকা।

 

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version