Saturday, May 10, 2025

অনুষ্ঠান করতে যাওয়ার পথে বড়সড় দু.র্ঘটনার কবলে পৌষালী! কেমন আছেন সঙ্গীতশিল্পী?

Date:

অনুষ্ঠান করতে যাওয়ার পথে আচমকাই বড়সড় দুর্ঘটনার (Accident) কবলে সঙ্গীতশিল্পী (Singer) পৌষালী বন্দ্যোপাধ্যায় (Poushali Banerjee)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই চোখে পড়ে একটি ভয়ংকর দৃশ্য। ক্যাপশনে লেখা গাড়ি দুর্ঘটনার কবলে সংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। কালো রঙের এসইউভি সামনে থেকে একেবারে দুমড়ে গিয়েছে বলে দেখা যায়। সূত্রের খবর, শুক্রবার সকালে অনুষ্ঠানে যাওয়ার পথে বেথুয়াডহরির কাছে নাকাশিপাড়ায় তাঁর মিউজিশিয়নদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে পৌষালীর মিউজিশিয়নদের গাড়িকে। তবে সঙ্গীতশিল্পীর চোট লাগলেও তা গুরুতর নয় বলে জানা গিয়েছে।

এদিকে এদিন সঙ্গীতশিল্পীর দুর্ঘটনার খবর সামনে আসতেই একের পর এক মেসেজের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে পরে সংবাদমাধ্যমকে পৌষালী জানান, মিউজিশিয়ানদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তাঁদের লেগেছে। বেথুয়াডহরির কাছে নাকাশিপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিন একটি থার এসে পিছন দিক থেকে আমাদের মিউজিশিয়ানের গাড়িতে ধাক্কা মারে। তবে পৌষালী জানান, এদিন অনুষ্ঠান করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এখন অবশ্য সব ঠিক আছে। মিউজিশিয়ান বিশেষ করে সাউন্ড ম্যানের চোট লেগেছে। যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন, সেই অরবিন্দ ভাইয়ারও লেগেছে। নাকাশিপাড়ার কাছে একটা ক্লিনিকে নিয়ে গিয়ে ইনজেকশনও দিতে হয়েছে তাঁকে।

উল্লেখ্য, বাংলায় পৌষালীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর লোকগান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেকেই। এদিন দুর্ঘটনার খবরে চিন্তায় ছিলেন গায়িকার ভক্তরা। কিন্তু সকলকে আশ্বস্ত করে জানানো হয়, ভালো আছেন পৌষালী। শুক্রবারের অনুষ্ঠানের জন্য প্রস্তুত গায়িকা।

 

 

 

Related articles

এবার হাতের মুঠোয় বাসের খোঁজ! চালু হল ‘WHERE IS MY BUS’ অ্যাপ

নিত্যযাত্রীদের আর প্রতিদিন বাসের জন্য অপেক্ষা করে প্রশ্ন করতে হবে না—"বাস কখন আসবে?" সেই প্রশ্নের প্রযুক্তি নির্ভর সমাধান...

সংঘর্ষ বিরতি হলেও প্রস্তুত ভারত: পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিয়ে দাবি সেনার

দুই দেশের সেনা প্রধানদের মধ্যে আলোচনার পরে শনিবার বিকাল ৫টা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘাতে ইতি...

কোনা এলিভেটেড করিডর নির্মাণে গতি আনতে কেন্দ্রকে আর্জি রাজ্যের

কোনা এলিভেটেড (Kona Elevated) করিডর নির্মাণের কাজে গতি আনতে কেন্দ্রের কাছে আর্জি জানাল রাজ্য সরকার। দ্বিতীয় হুগলি সেতু...

সীমান্তে উত্তেজনা, ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত আমির

সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনামূলক পরিস্থিতিতে ট্রেলার (Trailer) রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Amir Khan)। সেনাদের...
Exit mobile version