Sunday, August 24, 2025

অনুষ্ঠান করতে যাওয়ার পথে বড়সড় দু.র্ঘটনার কবলে পৌষালী! কেমন আছেন সঙ্গীতশিল্পী?

Date:

অনুষ্ঠান করতে যাওয়ার পথে আচমকাই বড়সড় দুর্ঘটনার (Accident) কবলে সঙ্গীতশিল্পী (Singer) পৌষালী বন্দ্যোপাধ্যায় (Poushali Banerjee)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই চোখে পড়ে একটি ভয়ংকর দৃশ্য। ক্যাপশনে লেখা গাড়ি দুর্ঘটনার কবলে সংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। কালো রঙের এসইউভি সামনে থেকে একেবারে দুমড়ে গিয়েছে বলে দেখা যায়। সূত্রের খবর, শুক্রবার সকালে অনুষ্ঠানে যাওয়ার পথে বেথুয়াডহরির কাছে নাকাশিপাড়ায় তাঁর মিউজিশিয়নদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে পৌষালীর মিউজিশিয়নদের গাড়িকে। তবে সঙ্গীতশিল্পীর চোট লাগলেও তা গুরুতর নয় বলে জানা গিয়েছে।

এদিকে এদিন সঙ্গীতশিল্পীর দুর্ঘটনার খবর সামনে আসতেই একের পর এক মেসেজের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে পরে সংবাদমাধ্যমকে পৌষালী জানান, মিউজিশিয়ানদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তাঁদের লেগেছে। বেথুয়াডহরির কাছে নাকাশিপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিন একটি থার এসে পিছন দিক থেকে আমাদের মিউজিশিয়ানের গাড়িতে ধাক্কা মারে। তবে পৌষালী জানান, এদিন অনুষ্ঠান করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এখন অবশ্য সব ঠিক আছে। মিউজিশিয়ান বিশেষ করে সাউন্ড ম্যানের চোট লেগেছে। যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন, সেই অরবিন্দ ভাইয়ারও লেগেছে। নাকাশিপাড়ার কাছে একটা ক্লিনিকে নিয়ে গিয়ে ইনজেকশনও দিতে হয়েছে তাঁকে।

উল্লেখ্য, বাংলায় পৌষালীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর লোকগান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেকেই। এদিন দুর্ঘটনার খবরে চিন্তায় ছিলেন গায়িকার ভক্তরা। কিন্তু সকলকে আশ্বস্ত করে জানানো হয়, ভালো আছেন পৌষালী। শুক্রবারের অনুষ্ঠানের জন্য প্রস্তুত গায়িকা।

 

 

 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version