Wednesday, November 12, 2025

“ওই টাকায় কী হবে?” উত্তরাখণ্ড সরকারের পুরস্কার ফেরালেন র‌্যাট হোল মাইনার্সরা

Date:

১৭ দিন ধরে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছিলেন র‌্যাট হোল মাইনার্সরা। যখন একের পর এক বিদেশী যন্ত্র ব্যর্থ হয়ে পড়েছিলেন ঠিক সেই সময়ে এই মাইনার্সদের উপর ভরসা করেছিল সেখানকার সরকার। পাথর খুঁড়ে তাঁরাই উদ্ধার করেছিল ৪১ শ্রমিককে। সেই কাজের জন্য বৃহস্পতিবার তাঁদের পুরস্কার দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami)। তবে শুক্রবার সেই পুরস্কার ফিরিয়ে দিলেন উদ্ধারকারি র‌্যাট হোল মাইনার্স। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওই টাকায় তাঁদের কিছুই হবে না। বরং ওই টাকাটা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের দেওয়া হোক।

উত্তরকাশীর সুড়ঙ্গে দুঃসাহসিক উদ্ধারকাজের জন্য ১২ জন র‌্যাট হোল মাইনারকে সম্মানিত করে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল পুরস্কার। তবে এই সামান্য আর্থিক পুরস্কারে একেবারেই খুশি নন পাথর খননকারী শ্রমিকরা। তাঁদের বক্তব্য, এই টাকায় কিছু লাভ হবে না তাঁদের। বরং উত্তরাখণ্ড সরকারের দেওয়া আর্থিক সাহায্য তাঁরা উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের হাতে তুলে দেওয়ার কথা বলেন। তাঁদের কথায়, “আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি। উনি আমাদের এই সম্মান দিয়েছেন, কিন্তু আমাদের মতে এটা নায্য নয়। এই ৫০ হাজার টাকায় কিছু হবে না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে এনেছিলাম।” এপ্রসঙ্গে ভাকিল হাসান নামে এক মাইনার বলেন, “আমরা আজও গর্ত খুড়ছি। আগামিকালও তাই করব। তাই এই সম্মান আটকে থাকা শ্রমিকদেরই দেওয়া হোক।”

Related articles

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...
Exit mobile version