Sunday, August 24, 2025

ক্রেতা সুরক্ষা মেলার হাত ধরে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যের! আয়ের অঙ্ক জানলে অবাক হবেন

Date:

নয়া রেকর্ড (Record) গড়ল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর। সদ্য সমাপ্ত ক্রেতা সুরক্ষা মেলায় (Fair) ৭০ কোটি টাকার বেশি ব্যবসা (Business) করেছে রাজ্যের এই দফতর। গত বছর ব্যবসার পরিমাণ ৬২ কোটি টাকার কিছু বেশি হলেও চলতি বছর একেবারে ৭০ কোটির ঘরে পৌঁছে গিয়েছে রাজ্য। রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) এই খবর জানিয়েছেন। মন্ত্রী জানান, নভেম্বরের ২৪ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত চলা এই মেলায় প্রতিদিন গড়ে ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। পাশাপাশি সপ্তাহ শেষে এবং ছুটির দিনে এই সংখ্যা ৬৫ হাজারও ছাড়িয়ে গেছে বলে তিনি জানান।

মন্ত্রী এদিন আরও বলেন, এবারের মেলায় যারাই এসেছেন তারা সকলেই কিছু না কিছু কিনেছেন। ২৩ জেলার সাত হাজারেরও বেশি শিল্পীরা ইকোপার্ক লাগোয়া প্রাঙ্গণে এই মেলায় অংশগ্রহণ করেন। নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও হস্তশিল্পের নমুনা বিক্রির জন্য ৫০টি প্যাভিলিয়ন তৈরি করা হয়। প্রতিটি প্যাভেলিয়ানে ছিল প্রায় ৪০টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর ১ এ খোলা মাঠে আরও ৩ হাজার স্টল খোলা হয়। তবে শুধু কলকাতা নয়, এর পাশাপাশি শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বোলপুর এবং বাঁকুড়াতেও একই ধরনের হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে।

 

 

 

 

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version