Monday, November 10, 2025

ক্রেতা সুরক্ষা মেলার হাত ধরে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যের! আয়ের অঙ্ক জানলে অবাক হবেন

Date:

নয়া রেকর্ড (Record) গড়ল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর। সদ্য সমাপ্ত ক্রেতা সুরক্ষা মেলায় (Fair) ৭০ কোটি টাকার বেশি ব্যবসা (Business) করেছে রাজ্যের এই দফতর। গত বছর ব্যবসার পরিমাণ ৬২ কোটি টাকার কিছু বেশি হলেও চলতি বছর একেবারে ৭০ কোটির ঘরে পৌঁছে গিয়েছে রাজ্য। রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) এই খবর জানিয়েছেন। মন্ত্রী জানান, নভেম্বরের ২৪ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত চলা এই মেলায় প্রতিদিন গড়ে ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। পাশাপাশি সপ্তাহ শেষে এবং ছুটির দিনে এই সংখ্যা ৬৫ হাজারও ছাড়িয়ে গেছে বলে তিনি জানান।

মন্ত্রী এদিন আরও বলেন, এবারের মেলায় যারাই এসেছেন তারা সকলেই কিছু না কিছু কিনেছেন। ২৩ জেলার সাত হাজারেরও বেশি শিল্পীরা ইকোপার্ক লাগোয়া প্রাঙ্গণে এই মেলায় অংশগ্রহণ করেন। নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও হস্তশিল্পের নমুনা বিক্রির জন্য ৫০টি প্যাভিলিয়ন তৈরি করা হয়। প্রতিটি প্যাভেলিয়ানে ছিল প্রায় ৪০টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর ১ এ খোলা মাঠে আরও ৩ হাজার স্টল খোলা হয়। তবে শুধু কলকাতা নয়, এর পাশাপাশি শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বোলপুর এবং বাঁকুড়াতেও একই ধরনের হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে।

 

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version