Saturday, January 31, 2026

যাদবপুরের সমাবর্তনে আমন্ত্রিত শিক্ষামন্ত্রী, থাকছেন না রাজ্যপাল

Date:

Share post:

ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান। যাদবপুরের কোড বৈঠকের অনুমতি দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার গাফিলতির জেরেই জট কেটেও কাটছে না বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের।আগামিকাল, রবিবার অনুষ্ঠান হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে এদিনই কৃতী পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।

এদিকে ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আমন্ত্রণ পত্র পৌঁছেছে। তবে জানা গিয়েছে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলতে চাননি। এমনকি তিনি সমাবর্তন অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন বলেও খবর। এদিকে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা সে নিয়ে বিবেচনা করে দেখছেন।

প্রসঙ্গত, রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হলেও বিশেষ সমাবর্তন হচ্ছে না। অর্থাৎ, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের ডি. লিট ও ডিএসসি সম্মান দেওয়ার যে অনুষ্ঠান তা এবার হচ্ছে না। তবে সেই অনুষ্ঠান কবে হবে সেই নিয়েও কোনও দিশা দেখাতে পারেননি অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু। রাজভবনের অনুমোদন সাপেক্ষে উচ্চশিক্ষা দফতর অনুমতি না দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে সিন্ডিকেটের বৈঠক করেছে। তা নিয়ে কলকাতার অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তের উপর যথেষ্টই ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা দফতরের কর্তারা। এই টানাপড়েনেই অনেক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আটকে গিয়েছে। এদিকে যাদবপুরে সমাবর্তন ২৪ তারিখ হলেও বাকি বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তনের ভবিষ্যত এখনও অন্ধকারে।

যদিও, সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, অদৃশ্য এবং দৃশ্যমান ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে যাদবপুরে সমাবর্তন হচ্ছে। অপরদিকে, রাজ্যপালের বক্তব্য ছিল, ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানে অসন্তুষ্ট তিনি। এমনকী ওই মর্মান্তিক ঘটনার পরেও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি র‍্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় খুশি হতে পারেননি আচার্য। আর সেই কারণেই ‘কোর্ট’ বৈঠকের অনুমতি দেননি তিনি।

spot_img

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...