Saturday, August 23, 2025

শনিবারের সকাল থেকেই রণক্ষেত্র নিউটাউন (Newtown)। ঝিলপাড় এলাকায় রাস্তার একাংশ দখল করে বেশ কিছু ব্যবসায়ী অস্থায়ী দোকান গড়ে তুলেছেন বলে অভিযোগ হিডকোর (HIDCO) কর্তাদের। সেই বেআইনি দোকান উচ্ছেদ করতে গিয়ে আক্রান্ত খোদ হিডকোর কর্মীরা। পাল্টা তাঁদের বিরুদ্ধে মারধর ও দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। রণক্ষেত্র এলাকা।

হিডকো (HIDCO) জানাচ্ছে ব্যবসায়ীদের বারবার উঠে যাওয়ায় নোটিশ দেওয়া হলেও তাঁরা সেকথায় কর্ণপাত করেননি। এরপরই আজ উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ব্যবসায়ীদের একাংশ পাল্টা ইট, পাটকেল ছুড়তে শুরু করে। ইটের আঘাতে মাথা ফেটে যায় হিডকোর এক আধিকারিকের। উচ্ছেদ কর্মীরা দোকানে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। HIDCO এর সিইও প্রশান্ত বারুই জানিয়েছেন, এলাকার উন্নয়নের জন্য এই জায়গাটা খালি করার নির্দেশ অনেক আগেই দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে একজন ব্যবসায়ীও যাতে ক্ষতিগ্রস্থ না হয় তা মাথায় রেখে এই অভিযান চালানো হয়। পুনর্বাসনের ভাবনা চিন্তাও করা হয়েছে। কিন্তু এলাকার কিছু মানুষ উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি করার জন্য HIDCO কর্মীদের ওপরে চড়াও হন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।এই মুহূর্তে এলাকায় পুলিশের বিশাল বাহিনী মোতায়ন করা হয়েছে। দু’পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। শেষ খবর পাওয়া অনুযায়ী কাল ফের উচ্ছেদ করা হবে। এবং আগামী সাত দিন সময় দেওয়া হয়েছে যাতে অস্থায়ী ব্যবসায়ীরা নিজেদের স্থানান্তরিত করে নিতে পারেন।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version