Wednesday, May 7, 2025

শনিবারের সকাল থেকেই রণক্ষেত্র নিউটাউন (Newtown)। ঝিলপাড় এলাকায় রাস্তার একাংশ দখল করে বেশ কিছু ব্যবসায়ী অস্থায়ী দোকান গড়ে তুলেছেন বলে অভিযোগ হিডকোর (HIDCO) কর্তাদের। সেই বেআইনি দোকান উচ্ছেদ করতে গিয়ে আক্রান্ত খোদ হিডকোর কর্মীরা। পাল্টা তাঁদের বিরুদ্ধে মারধর ও দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। রণক্ষেত্র এলাকা।

হিডকো (HIDCO) জানাচ্ছে ব্যবসায়ীদের বারবার উঠে যাওয়ায় নোটিশ দেওয়া হলেও তাঁরা সেকথায় কর্ণপাত করেননি। এরপরই আজ উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ব্যবসায়ীদের একাংশ পাল্টা ইট, পাটকেল ছুড়তে শুরু করে। ইটের আঘাতে মাথা ফেটে যায় হিডকোর এক আধিকারিকের। উচ্ছেদ কর্মীরা দোকানে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। HIDCO এর সিইও প্রশান্ত বারুই জানিয়েছেন, এলাকার উন্নয়নের জন্য এই জায়গাটা খালি করার নির্দেশ অনেক আগেই দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে একজন ব্যবসায়ীও যাতে ক্ষতিগ্রস্থ না হয় তা মাথায় রেখে এই অভিযান চালানো হয়। পুনর্বাসনের ভাবনা চিন্তাও করা হয়েছে। কিন্তু এলাকার কিছু মানুষ উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি করার জন্য HIDCO কর্মীদের ওপরে চড়াও হন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।এই মুহূর্তে এলাকায় পুলিশের বিশাল বাহিনী মোতায়ন করা হয়েছে। দু’পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। শেষ খবর পাওয়া অনুযায়ী কাল ফের উচ্ছেদ করা হবে। এবং আগামী সাত দিন সময় দেওয়া হয়েছে যাতে অস্থায়ী ব্যবসায়ীরা নিজেদের স্থানান্তরিত করে নিতে পারেন।

Related articles

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...

১ মহিলা নেত্রীসহ ১৫ মাওবাদী নিধন, ছত্তিশগড়ে সাফল্য যৌথবাহিনীর

দেশের ভিতরে ও বাইরে বিচ্ছিন্নতাবাদী শক্তি নিধনে বুধবার বড় সাফল্য ভারতীয় সেনার। একদিকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে...

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই...

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...
Exit mobile version