Tuesday, August 26, 2025

ডেঙ্গি নির্ণয়ের নয়া পদ্ধতি আবিষ্কার কলকাতার চিকিৎসকের!

Date:

Share post:

গ্রীষ্ম, বর্ষা, পেরিয়ে শীতেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি (Dengue)। চিন্তা বাড়ছে চিকিৎসকদের। তাই এই রোগ নিয়ে গবেষণা আজ নতুন নয়। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে ডেঙ্গি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এবার সেখানেই বড় সাফল্য পেলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Calcutta Medical College Hospital) চিকিৎসক অরুণাংশু তালুকদার (Arunagshu Talukdar)। ডেঙ্গি নির্ণয়ের নয়া পদ্ধতি আবিষ্কার করে সকলকে চমকে দিয়েছেন তিনি। আইআইটি মুম্বইয়ের গবেষকদের সঙ্গে ডেঙ্গি গবেষণায় কাজ করছিলেন তিনি। অরুণাংশু এমন এক পন্থা অবলম্বন করেছেন যার মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন কোন রোগীর অবস্থা সঙ্কটজনক হতে চলেছে তাও নির্ধারণ করা সম্ভব হবে।

অরুণাংশু জানিয়েছেন, আজ থেকে ১০ বছর আগে এই গবেষণা শুরু হয়। ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা হয়েছে মুম্বইয়ের গবেষণাগারে। গবেষণা সংক্রান্ত সব উপকরণ নিয়ে যাওয়া হয়েছে কলকাতার হাসপাতাল থেকে। এ বার থেকে রক্ত পরীক্ষার মাধ্যমেই বোঝা যাবে ডেঙ্গি ভাইরাস রোগীর শরীরে কতটা ভয়ানক হয়ে উঠতে চলেছে। আসলে রক্তে সাত-আটটি প্রোটিনের পরিমাণ দেখে এটি বোঝা সম্ভব। গবেষণার ভাবনা এবং বিশ্লেষণও কলকাতার চিকিৎসকদের।কলকাতা এবং মুম্বইয়ের যৌথ উদ্যোগে এই সাফল্য। স্বীকৃতি পেয়ে কেন্দ্রীয় কমিটির কাছে আবিষ্কারকেরা আবেদন জানিয়েছিলেন ২০১৭ সালে। চলতি মাসের ১৮ তারিখ তাঁরা স্বীকৃতিপত্র হাতে পেয়েছেন। এবার থেকে রোগীর শারীরিক অবস্থা বুঝে আগে থেকেই চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশাবাদী অরুণাংশু তালুকদার।

spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...