Thursday, December 18, 2025

ডেঙ্গি নির্ণয়ের নয়া পদ্ধতি আবিষ্কার কলকাতার চিকিৎসকের!

Date:

Share post:

গ্রীষ্ম, বর্ষা, পেরিয়ে শীতেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি (Dengue)। চিন্তা বাড়ছে চিকিৎসকদের। তাই এই রোগ নিয়ে গবেষণা আজ নতুন নয়। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে ডেঙ্গি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এবার সেখানেই বড় সাফল্য পেলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Calcutta Medical College Hospital) চিকিৎসক অরুণাংশু তালুকদার (Arunagshu Talukdar)। ডেঙ্গি নির্ণয়ের নয়া পদ্ধতি আবিষ্কার করে সকলকে চমকে দিয়েছেন তিনি। আইআইটি মুম্বইয়ের গবেষকদের সঙ্গে ডেঙ্গি গবেষণায় কাজ করছিলেন তিনি। অরুণাংশু এমন এক পন্থা অবলম্বন করেছেন যার মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন কোন রোগীর অবস্থা সঙ্কটজনক হতে চলেছে তাও নির্ধারণ করা সম্ভব হবে।

অরুণাংশু জানিয়েছেন, আজ থেকে ১০ বছর আগে এই গবেষণা শুরু হয়। ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা হয়েছে মুম্বইয়ের গবেষণাগারে। গবেষণা সংক্রান্ত সব উপকরণ নিয়ে যাওয়া হয়েছে কলকাতার হাসপাতাল থেকে। এ বার থেকে রক্ত পরীক্ষার মাধ্যমেই বোঝা যাবে ডেঙ্গি ভাইরাস রোগীর শরীরে কতটা ভয়ানক হয়ে উঠতে চলেছে। আসলে রক্তে সাত-আটটি প্রোটিনের পরিমাণ দেখে এটি বোঝা সম্ভব। গবেষণার ভাবনা এবং বিশ্লেষণও কলকাতার চিকিৎসকদের।কলকাতা এবং মুম্বইয়ের যৌথ উদ্যোগে এই সাফল্য। স্বীকৃতি পেয়ে কেন্দ্রীয় কমিটির কাছে আবিষ্কারকেরা আবেদন জানিয়েছিলেন ২০১৭ সালে। চলতি মাসের ১৮ তারিখ তাঁরা স্বীকৃতিপত্র হাতে পেয়েছেন। এবার থেকে রোগীর শারীরিক অবস্থা বুঝে আগে থেকেই চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশাবাদী অরুণাংশু তালুকদার।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...