Sunday, November 9, 2025

ডেঙ্গি নির্ণয়ের নয়া পদ্ধতি আবিষ্কার কলকাতার চিকিৎসকের!

Date:

গ্রীষ্ম, বর্ষা, পেরিয়ে শীতেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি (Dengue)। চিন্তা বাড়ছে চিকিৎসকদের। তাই এই রোগ নিয়ে গবেষণা আজ নতুন নয়। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে ডেঙ্গি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এবার সেখানেই বড় সাফল্য পেলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Calcutta Medical College Hospital) চিকিৎসক অরুণাংশু তালুকদার (Arunagshu Talukdar)। ডেঙ্গি নির্ণয়ের নয়া পদ্ধতি আবিষ্কার করে সকলকে চমকে দিয়েছেন তিনি। আইআইটি মুম্বইয়ের গবেষকদের সঙ্গে ডেঙ্গি গবেষণায় কাজ করছিলেন তিনি। অরুণাংশু এমন এক পন্থা অবলম্বন করেছেন যার মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন কোন রোগীর অবস্থা সঙ্কটজনক হতে চলেছে তাও নির্ধারণ করা সম্ভব হবে।

অরুণাংশু জানিয়েছেন, আজ থেকে ১০ বছর আগে এই গবেষণা শুরু হয়। ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা হয়েছে মুম্বইয়ের গবেষণাগারে। গবেষণা সংক্রান্ত সব উপকরণ নিয়ে যাওয়া হয়েছে কলকাতার হাসপাতাল থেকে। এ বার থেকে রক্ত পরীক্ষার মাধ্যমেই বোঝা যাবে ডেঙ্গি ভাইরাস রোগীর শরীরে কতটা ভয়ানক হয়ে উঠতে চলেছে। আসলে রক্তে সাত-আটটি প্রোটিনের পরিমাণ দেখে এটি বোঝা সম্ভব। গবেষণার ভাবনা এবং বিশ্লেষণও কলকাতার চিকিৎসকদের।কলকাতা এবং মুম্বইয়ের যৌথ উদ্যোগে এই সাফল্য। স্বীকৃতি পেয়ে কেন্দ্রীয় কমিটির কাছে আবিষ্কারকেরা আবেদন জানিয়েছিলেন ২০১৭ সালে। চলতি মাসের ১৮ তারিখ তাঁরা স্বীকৃতিপত্র হাতে পেয়েছেন। এবার থেকে রোগীর শারীরিক অবস্থা বুঝে আগে থেকেই চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশাবাদী অরুণাংশু তালুকদার।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version